উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ৩ জন পশ্চিমবঙ্গের। উত্তরাখণ্ড প্রশাসন আটকে থাকা ৪০ শ্রমিকের নামের তালিকা প্রকাশ করেছে।
তালিকা অনুযায়ী আটকে রয়েছেন কোচবিহারের মনির তালুকদার, বাবা কে তালুকদার। হরিণখালির শৌভিক পাখেরা, বাবা অসিত পাখেরা। হুগলীর নিমডাঙ্গির জয়দেব প্রামাণিক, বাবা তাপস প্রামাণিক।
প্রশাসনের দেওয়া তালিকায় এর চেয়ে বিশদ তথ্য নেই। তবে রাজ্যভিত্তিক হিসেবে জানা গিয়েছে ঝাড়খণ্ডের ১৫, উত্তর প্রদেশের ৮, ওডিশার ৫, বিহারের ৪, উত্তরাখণ্ড এবং আসামের ২ জন করে, হিমাচল প্রদেশের ১ শ্রিম আটকে উত্তরকাশীর এই সুড়ঙ্গে।
ডুণ্ডা মহকুমায় সুড়ঙ্গপথে আবর্জনা সরাতে ‘শটক্রিট’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এনএইচআইডিসিএল’র ডিরেক্টর অংশু মনীষ খালকো জানান যে এই পদ্ধতিতে কংক্রিটের চাঙড়, কাদা ছিটকে সরিয়ে দেওয়া হয় যন্ত্রের সাহায্যে।
রবিবার ভোরে চারধাম প্রকল্পের এই নির্মীয়মান সুড়ঙ্গে ধস নেমেছে। প্রশাসন জানিয়েছে শ্রমিকদের কাছে দু’টি পাইপের একটিতে খাবার এবং আরেকটিতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
Comments :0