Gaza 300 killed

গাজায় ইজরায়েলের বিমান হানায় নিহত ৩০০

আন্তর্জাতিক

গাজার বিস্তীর্ণ এলাকায় হামলা চালালো ইসরাইল। লাগাতার বিমান হানায় অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার নাগরিক প্রশাসন। 
হোয়াইট হাউজের এক মুখপাত্র সংবাদমাধ্যমে স্বীকার করেছেন যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে এই হামলা চালিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 
নেতানিয়াহু বলেছেন, বন্দিদের মুক্তি দেওয়ার শর্তে রাজি হচ্ছিল না হামাস। সে কারণে হামলা চালানো হয়েছে। 
হামাস বলেছে, ১৯ জানুয়ারি সংঘর্য বিরতি চুক্তি হওয়ার পরও ইজরায়েল বারবার হামলা চালিয়েছে। এই কারণেই বন্দিমুক্তি স্থগিত রাখা হয়েছিল। নেতানিয়াহু আসলে নিজের দেশে বহু সংকটে জড়িয়ে রয়েছেন। সে দিক থেকে মুখ ঘোরাতে গাজার ওপরে হামলা চালিয়ে যাচ্ছেন। নিজের দেশের যে বাসিন্দারা গাজায় বন্দি, তাদের বিপদ ডেকে আনছেন।

Comments :0

Login to leave a comment