JAMTARA RAIL ACCIDENT

জামতারায় ভয়াবহ রেল দুর্ঘটনা, কমপক্ষে ১২ জনের মৃত্যুর আশঙ্কা

জাতীয়

jamtara rail accident bengali news rail accident

চলন্ত ট্রেনে আগুন লেগেছে। সেই আগুনের গ্রাস  থেকে প্রাণ বাঁচাতে পাশের লাইনে ঝাঁপ দেওয়া যাত্রীদের পিশে দিল অপর একটি ট্রেন। বুধবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ঝাড়খন্ডের জামতারায়। যদিও রেলের তরফে আগুন লাগার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় রেলের দাবি, রেল লাইন ধরে হাঁটা ২ ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’তে দেখা গিয়েছে, রেল লাইন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহের অবশেষ। একইসঙ্গে ব্যাগ, জুতো সহ রেলযাত্রীদের অন্যান্য সামগ্রীও লাইনে পড়ে থাকতে দেখা গিয়েছে। দুর্ঘটনার জায়গায় আলো না থাকায় মোবাইলের টর্চ ব্যবহার করে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে খবর, জামতারার কলঝাটিয়া স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। অঙ্গ এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগে। প্রাণ বাঁচাতে পাশের লাইনে ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা। সেই সময় দ্রুতগতিতে আসা ঝাঁঝা-আসানসোল এক্সপ্রেসে কাটা পড়েন বহু যাত্রী। সরকারি ভাবে ২জনের মৃত্যুর খবর স্বীকার করা হয়েছে। যদিও অসমর্থিত সূত্রে খবর, ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২জন যাত্রী। 

ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সহ স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছেন। যদিও রেলের তরফে আগুন লাগার খবর অস্বীকার করা হচ্ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার ফলে দাঁড়িয়ে যায় অঙ্গ এক্সপ্রেস। গভীর অন্ধকারের মধ্যে কামরার দরজা দিয়ে দুইদিকের রেল লাইনে ঝাঁপ দিতে শুরু করেন যাত্রীরা। তারমধ্যেই পাশের লাইনে ঝাঁঝা-আসানসোল এক্সপ্রেস চলে আসায় বহু মানুষ ট্রেনের চাকার তলায় কাটা পড়েন। 

জামতারার মহকুমা শাসক অনন্ত কুমার বলেছেন, ‘‘ ২জনের দেহ উদ্ধার হয়েছে। আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে একটি হেল্পলাইন নম্বর চালুর অনুরোধ করেছি। তদন্ত শুরু হয়েছে।’’

অপরদিকে রেলের তরফে আগুন লাগার দাবি সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেওয়া হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন, ‘‘রেল লাইন ধরে হাঁটছিলেন এমন ২জন ব্যক্তি ট্রেনে কাটা পড়েছেন। কোনও ট্রেনে আগুন লাগার খবর নেই। ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, মৃত ২ ব্যক্তি ট্রেনের যাত্রী ছিলেন না। তাঁরা স্থানীয়। কেন তাঁরা রেল লাইন ধরে হাঁটছিলেন আমরা জানি না। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।’’

জামতারা পুলিশ সূত্রে খবর, মৃত ২জনের পরিচয় পাওয়া গিয়েছে। তাঁদের নাম মনীষ কুমার এবং সিকান্দার কুমার। আঁধার কার্ডের সূত্রে জানা গিয়েছে,  মনীষ কুমারের বাড়ি বিহারের কাটিহারে, এবং সিকান্দর কুমারের বাড়ি বিহারের জামুই’তে। 

মৃত দুই ব্যক্তির পরিচয় থেকেই স্পষ্ট, তাঁরা মোটেও জামতারার স্থানীয় বাসিন্দা নন। 

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তিনি সোশ্যাল মিডিয়া এক্সে লিখেছেন, ‘‘জামতারার কলঝাটিয়া স্টেশনে হওয়া রেল দুর্ঘটনার খবরে আমরা খুবই ব্যথিত। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের একাধিক টিম পৌঁছে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হয়েছে। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’’

 

 

Comments :0

Login to leave a comment