Road Accident

দিঘায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৪

রাজ্য

বৃস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে নদীয়া থেকে আসা দিঘা গামী একটি পর্যটক বোঝাই একটি গাড়ি। শিবশক্তি নামে বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় প্রাইভেট গাড়ির ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন। তাদের উদ্ধার করে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ড  এলাকায়।

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার পর্যটকের গাড়িটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গাড়িটিকে থানায় নিয়ে গিয়ে গিয়ে গ্যাস কাটার দিয়ে কেটে দেহ বার করার হয়।

দুর্ঘটনার জেরে জাতীয় কিছু সময় অবরুদ্ধ হয়ে পড়ে। প্রাথমিক ভাবে খবর পর্যটকদের গাড়িটি নদীয়া থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে মৃত পর্যটকদের পরিচয় এখনও জানা যায়নি বলে মারিশদা থানার পুলিশ জানিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন সকাল ৭টা নাগাদ দিঘা থেকে কলকাতা গামী একটি যাত্রীবাহী বাসটি মারিশদার দইসাইয়ের কাছে এলে উল্টোদিক থেকে আসা দিঘা গামী পর্যটক বোঝাই প্রাইভেট গাড়ির সঙ্গে মুখোমুখী  ধাক্কায় বিকট শব্দ হয়। এলাকার মানুষ ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়। ঘটনার সময় দুটি গাড়িই প্রচন্ড গতিতে থাকায় দুর্ঘটনার তীব্রতা ভয়াবহ আকার নেয়।বাসের যাত্রী কিছু জন আহত হন। দেহগুলো ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠানো হয়। নিহত পর্যটকদের পরিচয় এখনও জানা যায়নি। পর্যটকেরা দীঘার পথে যাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের ৷ মৃতদের পরিচয় জানার জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে। গাড়ির কাগজপত্র এবং অন্যান্য পরিচয়পত্র দেখে মৃতের পরিজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে।

Comments :0

Login to leave a comment