অস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ল দুই। একইসঙ্গে অস্ত্র কেনার অভিযোগে আরও দু'জনকে পুলিশ গ্রেপ্তার করে। বিহার থেকে হুগলিতে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেপ্তার দম্পতি সহ চার! ধৃতদের কাছ থেকে উদ্ধার চারটি দেশি পিস্তল। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভদ্রেশ্বর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় চাঁপদানীতে অস্ত্র বেচাকেনা হবে। বিহারের নওদা জেলা থেকে খুশবু রাজবংশী ও তার স্বামী রাজু রাজবংশী সেই অস্ত্র নিয়ে আসে। পুলিশ চাঁপদানী পোস্ট অফিস এলাকা থেকে খুশবু ও রাজুকে আটক করে। প্রতাপ রাজবংশী ও প্রকাশ রাজভর নামে আরো দুইজনকে গ্রেপ্তার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। ধৃতদের থেকে চারটি দেশি পিস্তল উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের বুধবার চন্দননগর আদালতে পেশ করা হয় পাঁচ দিনের রিমান্ড চেয়ে। এই অস্ত্র কারবারে আর কারা জরিত তার খোঁজ করছে পুলিশ।
চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান,বিহার থেকে দুজন অস্ত্র নিয়ে আসছে চাঁপদানীতে খবর ছিল।ভদ্রেশ্বরের পুলিশ টিম চারজনকে ধরে।দুজন বিহারে আর দুজন স্থানীয় বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Hooghly
হুগলিতে অস্ত্র বিক্রি করতে এসে ধৃত চার
×
Comments :0