ত্রিপুরার বাসিন্দা এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্কটিশ চার্চ কলেজের হস্টেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত ছাত্রীর নাম ঋষিতা বণিক। জানা গেছে গত ২৪ জানুয়ারি দুপুর পৌনে দুটো নাগাদ ঋষিতাকে ফোন করে তাঁর মা। বারবার ফোন করলেও মেয়ে ফোন না ধরলে রুমমেটকে ফোন করেন তাঁর মা। হস্টেলের সিক রুমে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ঋষিতাকে। দ্রুত তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওই দিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাগ চিকিৎসাধীন অবস্থায় ঋষিতার মৃত্যু হয়। এই ঘটনার এক সপ্তাহ পর শনিবার প্রকাশ্যে আসে। ঋষিতা রাষ্ট্রবিজ্ঞানের পঞ্চম সেমেস্টারের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঋষিতা স্কটিশ চার্চ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং কলেজের হস্টেলেই থাকতেন। গত ২৪ জানুয়ারি হঠাৎ করেই তিনি হস্টেলে অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে অচৈতন্য অবস্থায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। হোস্টেলের অন্যান্য ছাত্রীরা পুলিশকে জানিয়েছে যে, ২৩ জানুয়ারী রাত সাড়ে ৯টা নাগাদ ঋষিতা হোস্টেলে ফিরে আসেন এবং অসুস্থ বোধ করেন। এরপর তিনি তাঁর ঘরে চলে যান। পরের দিন তাঁকে তাঁর ঘরে অচেতন অবস্থায় পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত বিষক্রিয়ার কারণেই ঋষিতার মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব নয়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে হস্টেল কর্তৃপক্ষ সহ অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে বড়তলা থানার পুলিশ জানিয়েছে।
Student Death
স্কটিশ চার্চ কলেজে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু
×
Comments :0