WBMOA State Conference

বঞ্চনা, ধর্মান্ধতার বিরুদ্ধে একজোটে লড়াইয়ের আহ্বান সরকারি কর্মীদের রাজ্য সম্মেলনে

রাজ্য জেলা

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া প্রাপ্য পরিশোধ, ন্যায্য দাবিদাওয়া অবিলম্বে মেনে নেওয়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অনৈতিক বদলি বন্ধের দাবিতে জলপাইগুড়িতে রাজ্য সম্মেলন চলছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির।
ঢাক–ঢোলের তালে, লাল পতাকা ও লাল বেলুনে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার জলপাইগুড়ি শহরে শুরু হয় পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি ডব্লু্বিএমওএ-র রাজ্য ৮২তম সম্মেলন। রবীন্দ্র ভবন থেকে শুরু হওয়া মিছিল শহর পরিক্রমা করে সম্মেলনস্থল মঞ্চনগর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই রাজ্য সম্মেলন। সম্মেলনকে সফল করার লক্ষ্যেই গত শুক্রবার এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। 
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরূপ চন্দ, সিআইটিইউর সাধারণ সম্পাদক জিয়াউল আলম, এ বি পি টি এর রাজ্য সহ-সভাপতি বিপ্লব ঝা, রাজ্য কো-অর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক সুব্রত রায় সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। শোভাযাত্রায় শহরের বিভিন্ন মোড়ে বিভিন্ন গণসংগঠনের তরফে প্রতিনিধিদের অভ্যর্থনা জানাতে সমবেত হন বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে ফুল ছিটিয়ে আগত প্রতিনিধিদের স্বাগত জানানো হয় সম্মেলনে। রবীন্দ্র ভবন প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও বুক স্টল উদ্বোধনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
সম্মেলনের বুক স্টল উদ্বোধন করেন কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা তপন মৈত্র। 
উদ্বোধনী আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে সরকারি কর্মচারীরা চরম বঞ্চনার শিকার। দীর্ঘদিন ধরে বেতন–ভাতা ও অন্যান্য বকেয়া প্রাপ্য পরিশোধ না হওয়ায় কর্মচারীদের জীবনযাপন সংকটের মুখে। পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে একের পর এক অনৈতিক বদলির মাধ্যমে ভয় দেখিয়ে কর্মচারীদের দমন করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলাই ডব্লু্ বি এম ও এ - -র ৮২তম রাজ্য সম্মেলনের মূল লক্ষ্য। রাজ্যজুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করে শ্রমিক–কর্মচারী ও শ্রমজীবী মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলে পুঁজিবাদী–কর্পোরেট ও ধর্মান্ধ নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার ডাক দেওয়া হয়।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি এই রাজ্য সম্মেলনে অংশ নিয়েছেন বলে জানান সংগঠনের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক সুব্রত রায়।

Comments :0

Login to leave a comment