মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তা হচ্ছে ৯৪৩২৬১০০৩৯। ২ ফেব্রুয়ারি থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা।
মোট পরীক্ষার্থী – ৯,৭১,৩৪০ ছাত্র- ৪,২৬,৭৩৩ ছাত্রী- ৫,৪৪,৬০৬। গত বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯,৬৯,৪২৫। চলতি বছরে ৯৫৪ টি মেইন ভেন্যু, সাব ভেন্যু ১৭৩৭।
গতকাল পর্যদের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয় ২৭ জানুয়ারি দুপুর ১২ টা থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত ২৪ ঘন্টার জন্য পুনরায় ফর্ম ফিলআপের জন্য পোর্টাল খুলেছিল পর্ষদ। তাতে নতুন করে ১৯৬৬ জন আবেদন করেছে বলে জানানো হয়।
শিক্ষক সংকটের বিষয়ে পর্ষদের নির্বাচন কমিশনকে দেওয়া চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি বলেন, ‘পর্ষদের পক্ষ থেকে সমস্ত জেলা পরিষদে জানানো হয়েছে যে শিক্ষকের পরীক্ষার কাজে দায়িত্ব থাকবে তাকে সেই দিনের জন্য এসআইআর’র কাজের দায়িত্ব না দিতে। এসআইআর এবং মাধ্যমিক পরীক্ষা দুটোই গুরুত্বপূর্ণ কাজ ফলে সমস্তরকম বিকল্প ব্যবস্থা রাখতে। নির্বাচন কমিশনকে দেওয়া চিঠির কোন উত্তর সরাসরি না এলেও কলকাতা হাইকোর্টে কমিশন জানিয়েছে সমস্যা হবে না। ফলে তার ওপর ভরসা করেই আমরা আছি।’
৯ লাখ ৭১ হাজারের কাছাকাছি ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষক, পর্যবেক্ষক সব মিলিয়ে প্রায় ৫২ হাজারের কাছা কাছি শিক্ষকের প্রয়োজন।
Madhyamik exam
মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করলো কলকাতা পুলিশ
×
Comments :0