4th phase

চলছে  চতুর্থ দফার ভোট

জাতীয় লোকসভা ২০২৪

পূর্ব বর্ধমানের একটি ভোট গ্রহণ কেন্দ্র। ছবি শঙ্কর ঘোষাল

১০ রাজ্যের ৯৬ টি আসনে সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোট চলছে । চতুর্থ দফার নির্বাচনে প্রার্থী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব,  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী, এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি'র মত নেতৃত্ব । অখিলেশ যাদব উত্তর প্রদেশের কনৌজ, গিরিরাজ সিং বিহারের বেগুসরাই, অধীররঞ্জন চৌধুরী বহরমপুর এবং আসাদুদ্দিন ওয়েসি তেলেঙ্গানার হায়দরাবাদ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বিধানসভার ১৭৫ আসনের নির্বাচনও চলছে। দক্ষিণের এই রাজ্যে ত্রিমুখী লড়াই ক্ষমতায় থাকা ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এবং এনডিএ'র মধ্যে। অন্ধ্রপ্রদেশে এনডিএ জোটে রয়েছেন অবিভক্ত অন্ধ্রপ্রদেশের প্রাক্তন শাসকদল টিডিপি।

চতুর্থ দফায় অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওডিশা রাজ্যেও বিধানসভা নির্বাচন হবে। এই দফায় ২৮ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন।

এখনও অবধি সারা দেশের ৫৪৩ টি লোকসভা আসনের মধ্যে ২৮৩ টি আসনে ভোটগ্রহণ শেষ। সোমবার তেলেঙ্গানার ১৭ টি আসনের সবকটিতে, অন্ধ্রপ্রদেশের ২৫ টি আসনেই, উত্তর প্রদেশের ১৩ টি আসনে, বিহারের ৫টিতে, ঝাড়খন্ডের ৪ টি আসনে, মধ্যপ্রদেশের ৮ টিতে, মহারাষ্ট্রের ১১টি আসনে, ওডিশার ৪ টিতে, পশ্চিমবঙ্গের  ৮টি আসনে এবং জম্মু কাশ্মীরের  ১টি আসনে নির্বাচন হবে।

পশ্চিমবঙ্গে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর ও আসানসোল কেন্দ্রে ভোট নেওয়া চলছে। 

জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে সোমবার ভোট। নির্বাচন কমিশন জানাচ্ছে, চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের ৩৬৪৭ টি বুথকে অতি স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তার জন্য  বর্ধমান পূর্বে ১৫২ কোম্পানি, বীরভূমে ১৩১ কোম্পানি, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটে ৮৮ কোম্পানি, কৃষ্ণনগরে ৮১ কোম্পানি, বহরমপুরে ৭৩ কোম্পানি এবং রানাঘাটে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে।


 

Comments :0

Login to leave a comment