Police Summon Doctors

দু’জনই কেবল নন, লালবাজারে মিছিল করে যাবেন চিকিৎসকরা

রাজ্য

আর জি করে নিহত ছাত্রীর বাড়িতে দেখা করেছিল চিকিৎসকদের যৌথ মঞ্চের এই প্রতিনিধিদল।

দুই চিকিৎসকের কেউ ভুল বলেননি। কোনও তথ্য বিকৃত করেননি। নির্যাতিত নিহত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলনকে ভয় দেখাতে তলব করা হচ্ছে তাঁদের। লালবাজারে কেবল তাঁরা যাবেন না। সঙ্গে মিছিল করে যাবেন চিকিৎসকরাও। 
দুই চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং কুনাল সরকারকে তলবের তীব্র নিন্দা করে কলকাতার পুলিশ কমিশনারকে এই ভাষাতেই চিঠি দিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডকটর্স। চিকিৎসকদের এই যৌথ মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিরালাল কোনার এবং পুণ্যব্রত গুন জানিয়ে দিয়েছেন যে সংবাদমাধ্যমে সুবর্ণ গোস্বামীর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। বলা হয়েছে, একজন সহানুভূতিশীল নাগরিক হিসেবে ডা. সরকার সামাজিক এবং চিকিৎসা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন ঘটনার। সোমবার লালবাজারে যেতে পারেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী।
সরকারি চিকিৎসক আন্দোলনের অন্যতম নেতা মানস গুমটা বলেছেন, ‘‘ভয় দেখাতে চাইছে আন্দোলনে অংশ নেওয়া চিকিৎসকদের। দুই চিকিৎসককে ডাকা হয়েছে সেই উদ্দেশ্যে। তাঁরা একা নন। চিকিৎসকদের যৌথ মঞ্চ তাঁদের সঙ্গে রয়েছে। তাঁরা কোনও অসত্য কতা বলেননি।’’ সেই সঙ্গে গুমটা বলেছেন, ‘‘যত আক্রমণ করবেন তত তীব্র হবে আন্দোলন।’’  
নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিল যৌথ মঞ্চের প্রতিনিধিদল। ছিলেন যৌথ মঞ্চের অন্যতম নেতা চিকিৎসক সুবর্ণ গোস্বামী। বেরিয়ে এসে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন পরিবার কী চাইছে। জানিয়েছিলেন যে পরিবরের থেকে পেয়েছেন ময়নাতদন্তের রিপোর্ট। যা দেখে বোঝা যাচ্ছে কোনও একজনের পক্ষে এমন ভয়াবহ নিপীড়নের সম্ভাবনা কম। হাসপাতাল থেকে পরিবারকে আত্মহত্যা বলা হয়েছিল গোড়ায়, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। 
চিঠিতে যৌথ মঞ্চ লিখেছে, সুবর্ণ গোস্বামী যা বলেছেন নিজের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বলেছেন। ন্যায় বিচারের লড়াই চালাতে যৌথ মঞ্চ দায়বদ্ধ। সত্যকে সামনে আনার মনোভাব থেকে বলেছেন। নিজের সরকারি পদকে ব্যবহার করে কোনও তথ্য ডা. গোস্বামী জোগার করেননি।
উল্লেখ্য, সুবর্ণ গোস্বামী রাজ্যের অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-র অন্যতম যুগ্ম সম্পাদক। সরকারি চিকিৎসক সংগঠনগুলির সর্বভারতীয় ফেডারেশনেরও অন্যতম পদাধিকারী। 
চিঠিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস বলেছে, হেনস্তা করার উদ্দেশ্য নিয়েই যদি পুলিশ চলে তা’হলে গণতান্ত্রিক পদ্ধতিতেই আরও ধারালো হবে চিকিৎসকদের আন্দোলন।

Comments :0

Login to leave a comment