উত্তর ম্যাসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন লেগে অন্তত ৫১ জন মারা গিয়েছেন। গ্রিসের প্রতিবেশী উত্তর ম্যাসিডোনিয়ার কোকানিতে ওই নাইটক্লাবে অনুষ্ঠানের সময় হাজারের বেশি দর্শক ছিলেন।
দেশের একটি প্রখ্যাত হিপ-হপ গোষ্ঠীর অনুষ্ঠান চলছিল। প্রচুর সংখ্যায় ছিলেন অল্পবয়সীরা। আচমকা আগুন ছড়িয়ে পড়ে। দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। কোকানির প্রশাসন জানিয়েছে ‘পালস’ নামে ওই নাইটক্লাবে অগ্নিকাণ্ডে আহতের সংখ্যা একশোর বেশি। আহতদের কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের অনুমান দক্ষিণ-পূর্ব ইউরোপের এই দেশে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের জন্য দায়ী ‘পাইরোটেকনিক’ সরঞ্জাম। মঞ্চে কৃত্রিম ধোঁয়া বা চোখ ধাঁধানো ‘এফেক্ট’ তৈরি করতে এই ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়।
North Macedonia Fire
উত্তর ম্যাসিডোনিয়ায় নাইটক্লাবে আগুন লেগে মৃত অন্তত ৫১

×
Comments :0