রাজ্যের আটটি আসনে ভোটগ্রহণ হবে শনিবার। তমলুক, কাঁথি, মেদিনীপুর, ঘাটালের মতো একাধিক গুরুত্বপূর্ণ আসনে রায় দেবেন সাধারণ মানুষ। প্রথম তিন দফার নির্বাচন শান্তিপূর্ন ভাবে হলেও চতুর্থ দফা থেকে অশান্তির ছবি দেখা দিয়েছে। সিপিআই(এম)’র পক্ষ থেকে কমিশনের কাছে দাবি জানানো হয়েছে অবাধ এবং শান্তিপূর্ন নির্বাচন করার। রাজ্যের মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারেন সেই বিষয় যাতে কমিশন নিশ্চিত করে তা আবেদন করেছে সিপিআই(এম)।
আগামীকাল ভোটগ্রহণ হবে জম্মু এবং কাশ্মীরে। অনন্তনাগ রাজৈরি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করছেন জম্মু এবং কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। আলতাফ আহমেদ ন্যাশেনাল কনফারন্সের প্রার্থীর সাথে লড়াই মুফতির।
যেই আসন গুলোয় শনিবার ভোটগ্রহণ হবে গত লোকসভা নির্বাচনে এই আসন গুলোর মধ্যে ৪২টি পায় এনডিএ। বিরোধীদের দিকে থাকে ৭টি আসন।
উল্লেখ্য নির্বাচন পর্ব যত এগিয়েছে পাল্লা দিয়ে সাম্প্রদায়িক প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিরোধীদের দাবি পরাজয় অনুমান করেই সাম্প্রদায়িক উষ্কানি দিচ্ছে বিজেপি।
Comments :0