Insurance FDI Budget

দেশের সঞ্চয় বিদেশি হাতে কেন,ক্ষোভ বিমা কর্মী সংগঠনের

জাতীয়

বিদেশি বিনিয়োগের সীমা ছিল ৭৪ শতাংশ। তবু বিমা ক্ষেত্রে মোট বিনিয়োগের ৩২ শতাংশের বেশি বিদেশি বিনিয়োগ হয়নি। বেসরকারি বিমা সংস্থাগুলিরও মূলধনের সঙ্কট নেই। তা’হলে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ চালু করে জনতার সুরক্ষা কেড়ে নেওয়া কেন?
২০২৫-২৬’র বাজেট প্রস্তাব ঘিরে এই প্রশ্ন তুলল বিমা কর্মীদের সংগঠন এআইআইইএ। 
বাজেটে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্র। ঘোষণার বিরোধিতার পাশাপাশি একাধিক বিমা আইন সংশোধনের নিপদ সম্পর্ককেও কেন্দ্রকে সতর্ক করেছেন সংগঠন। 
এআইআইইএ’র বিবৃতিতে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীদের পূর্ণ স্বাধীনতা দেওয়ার অর্থ দেশে বিমা ক্ষেত্রে অগ্রগতিকে বিপদে ফেলা হবে। মুনফাকে জনতার সুরক্ষার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত ক্ষতি হবে অর্থনীতিরই। 
সংগঠন বলেছে, সবচেয়ে বিপদে পড়বে প্রান্তিক অংশগুলি। বিদেশী মূলধন কখনও দেশের ভেতরে সঞ্চয়ের বিকল্প হতে পারে না। অথচ দেশের সঞ্চয় বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়ার পুরো বন্দোবস্ত করা হচ্ছে এই ব্যবস্থায়।

Comments :0

Login to leave a comment