TMC Nabajoyar Yatra

কোন্দল, হাতাহাতি, ষাঁড়ে নবজোয়ার করণদিঘিতে

রাজ্য

TMC Nabajoyar Yatra

বিশ্বনাথ সিংহ 

করণদিঘিতে অভিষেক ব্যানার্জির যাত্রায় প্রার্থী বাছাইয়ের ভোট বাক্স উলটে দিলো তৃণমূলই। চলল গোষ্ঠী কোন্দলে হাতাহাতি।  

অভিষেকের সামনে গোলমাল শুরু হলেও  পিছনের দরজা দিয়ে তৃণমূল সাংসদকে সরিয়ে নিয়েছে পুলিশ ও দেহরক্ষী। 

এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিজেদের মধ্যে হাতাহাতিতে ৪ জন জখম হলেও কেউ মুখ খুলতে নারাজ। করণদিঘি থানার আইসি,  একাধিক পুলিশ আধিকারিককে ফোন করলেও কেউ ফোন ধরেননি।

 

রবিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচি ছিল। আর তাতেই  প্রকাশ্যে এল দলীয় কোন্দল। প্রার্থী তালিকায় পছন্দের প্রার্থীর নাম দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বিধায়কের বিরোধী তৃণমূল কর্মীরা। রবিবার করণদিঘিতে ঘটনাটি ঘটেছে। পরে পুলিশ ও আইপ্যাকের কর্মীরা পরিস্থিতি সামাল দেন। করণদিঘির কৃষকমাণ্ডিতে সভাস্থলে এই ঘটনায় আহত ৪ জন।  

'ব্যালট বাক্স' হাতে নিয়ে পালিয়ে যেতে দেখা অনেককেই । যদিও গোষ্ঠী  কোন্দলের অভিযোগ মানতে চাননি দলের স্থানীয় নেতৃত্ব। 
এর মধ্যেউ সভাস্থলে পৌছায় লাল ষাঁড়। ষাড়ের গুঁতোর ভয়ে সভার স্থলে হলুস্থুল বাধল। 
মঞ্চের ঠিক সামনে চলে আসে লাল ষাঁড়। আচমকাই সভাস্থলে ষাঁড় দেখে হুড়োহুড়ি শুরু হয় তৃণমূল কর্মীদের মধ্যে। যদিও নিরাপত্তা কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়েই ষাঁড়টিকে বাগে আনা সম্ভব হয়েছে।পুলিশও হাঁফ ছেড়ে বাঁচে।

Comments :0

Login to leave a comment