Nasik

জীবনের ঝুঁকি নিয়েই ‘জীবনের’ খোঁজে নাসিকের গ্রামের মহিলারা

জাতীয়

গ্রামের পানীয় জলের সঙ্কট। দাবদাহ বাড়ছে। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ‘জীবনের’ খোঁজে গভীর কুয়োয় নামছেন নাসিকের একটি গ্রামের মহিলারা। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে নাসিকের বরিচিভারী গ্রামের একটি কুয়োর ধারে জল ভরার পাত্র নিয়ে জড়ো হয়েছেন গ্রামের মহিলারা। কারুর কাছে হাঁড়ি। কারুর কাছে কলসি। কুয়োর ভিতরে ঝুলছে একটি দড়ি। সেই দড়ি বেয়ে গভীরে নামার চেষ্টা করছেন একজন মহিলা। কেন তিনি নামছেন? জলের সন্ধানে তিনি নামছেন।
ভারতের মরু রাজ্য রাজস্থানে দেখা যায় মহিলারা মাথায় একটার পর একটা মাটকা সাজিয়ে জল আনতে যান। বালির মধ্যে গর্ত তৈরি করে সেখান থেকে তারা জল বের করে আনেন। সেই জল পাত্রে ভর্তি করে আবার তা মাথায় সাজিয়ে নিয়ে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে।
কিন্তু গভীর কুয়োয় নেমে পানীয় জল সংগ্রহ করার এই ভয়াবহ চিত্র আগে সেই ভাবে দেখা যায়নি। যারা নীচে নামছেন তারা মহিলা। তারা জানেন না কি ভাবে দড়ি ধরে ধরে নামতে হয়। কিন্তু তাও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
সূত্রের খবর বেশ কয়েকদিন ধরেই এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন গ্রামবাসীরা। নিজেদের বেঁচে থাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছেন তারা। ভিডিওতে দেখা যাচ্ছেন একজন মহিলা দড়ি ধরে নামার চেষ্টা করছেন। বাকিরা পারে দাঁড়িয়ে মনে উৎকন্ঠা নিয়ে তার সুস্থ ভাবে জল নিয়ে ফিরে আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন।

মহারাষ্ট্রে বর্তমানে ক্ষমতায় আছে বিজেপির জোট সরকার। নির্বাচনের সময় বিজেপি এবং জোটের নেতা মন্ত্রীদের বলতে শোনা গিয়েছে যে তারা গ্রামীন এলাকার মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে। তাদের সব সঙ্কট মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই চিত্র বলছে অন্য কথা।

Comments :0

Login to leave a comment