উৎপল মজুমদার
৭৫ তম সাধারণতন্ত্র দিবসে সংযুক্ত কিষাণ সভা ও শ্রমিক সংগঠনগুলির যৌথ মঞ্চের আহ্বানে শুক্রবার চাঁচল পাহাড়পুর ৮৯ নং জাতীয় সড়ক বাইপাস মোড়ে ট্রাক্টর ও মোটর সাইকেল প্যারেড এবং প্রতীকি পথ অবরোধ কর্মসূচি পালিত হল্।
সারা ভারত কৃষক সভা সহ সংযুক্ত কিসান মোর্চার ডাকে এদিন দেশের ৫০০’র বেশি জেলায় হয়েছে কৃষকদের ট্রাক্টর প্যারেড।
যেসব দাবিতে এই কর্মসূচি পালিত হয় তার মধ্যে রয়েছে কৃষকদের কাছে দেওয়া মোদি সরকারের লিখিত প্রতিশ্রুতি ভাঙার প্রতিবাদে, কৃষি ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইন, সারের কালোবাজারি, ঋণ মকুব, বিদ্যুত বিল ও প্রিপেইড স্মার্ট মিটার বাতিল, খেতমজুরদের কাজ ও মজুরি, শ্রমকোড বাতিল, মূল্যহ্রাস ও কর্মসংস্থান, দুর্নীতি ও লুটের রাজত্বের অবসান ইত্যাদি দাবিতে এবং সংবিধান রক্ষার শপথ গ্রহণ করে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শেষে হয় সভা কৃষক সভার জেলা সভাপতি নৈমুদ্দিন শেখ। সভায় বক্তব্য রাখেন খেতমজুরদের ইউনিয়নের জেলা সম্পাদক জমিল ফিরদৌস, সিআইটিইউ নেতা জহুর আলম, গণতান্ত্রিক মহিলা সমিতির কাকলি লাহিড়ী, কৃষক সভার জেলা নেতা একরাম হোসেন ও এআইকেকেএসসি-র পক্ষে প্রণব চৌধুরি। সভা শেষে হাসপাতাল মোড়ে প্রতীকী পথ অবরোধ করা হয়।
Comments :0