সিপিআই(এম) ওল্ড মালদহ এরিয়া কমিটির সদস্য ফিরোজউদ্দিন আহমেদের দুর্ঘটনায় মৃত্যু হয়। শুক্রবার দুপুরে নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের কাছে ৩৪ নং জাতীয় সড়কে একটি পাথর বোঝাই ট্রাকে পিষ্ট হলে গুরুতর জখম অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৫১। পেশায় ছিলেন ব্যবসায়ী। তাঁর স্ত্রী ও দুই পুত্র বর্তমান। শনিবার ময়নাতদন্তের পর তাঁর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ফিরোজউদ্দিন ছাত্র জীবনে এসএফআই’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দিলেন। গড় মহাবিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদের সম্পাদক ছিলেন। পার্টির লোকাল কমিটির প্রাক্তন সদস্য ছিলেন। তাঁর পিতা মহম্মদ সামাউন ছিলেন পার্টির জেলা কমিটির সদস্য। এদিন হাসপাতালে গিয়ে প্রয়াত ফিরোজউদ্দিনের দেহে রক্ত পতাকা দিয়ে শ্রদ্ধা জানান জেলা সম্পাদক অম্বর মিত্র। এছাড়া শ্রদ্ধা জানান জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য প্রণব দাস, প্রণব চৌধুরি, অনিমেষ সিনহা ও চিরঞ্জিত মণ্ডল। পরে তার বাসস্থান মঙ্গলবাডির জলঙ্গী গ্রামে নিয়ে গেলে সেখানে শ্রদ্ধা জানান সিপিআই(এম) নেতা প্রবীর লাহিড়ী সহ এলাকায় পার্টিনেতা, সদস্য ও সমর্থকরা।
Comments :0