‘নমামি গঙ্গে’, সারের দামের পাশাপাশি বুলডোজার রাজনীতি নিয়েও সরব হলেন অখিলেশ যাদব। উত্তর প্রদেশে একাধিক জনসভায় মঙ্গলবার ভাষণ দেন তিনি।
‘নমামি গঙ্গে’ প্রকল্পে কারচুপিকে হাতিয়ার করে কড়া আক্রমণ শানালেন অখিলেশ যাদব। মোদী সরকারের মেয়াদে সারের দাম বেড়ে চলেছে কিভাবে, সেই প্রচারেও জোর দিয়েছেন সমাজবাদী পার্টি সভাপতি।
উত্তর প্রদেশে রুদ্রপুরে মঙ্গলবার কংগ্রেস এবং সমাজবাদী পার্টির সভায় ভাষণ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাগাতার বিদ্বেষের ভাষণের পালটা জীবিকা এবং রোজগারের লক্ষ্যগুলিতে জোর দিয়েছেন রাহুল এবং অখিলেশ।
অখিলেশ যাদবের মন্তব্য, ‘‘নরেন্দ্র মোদী মা গঙ্গাকে সাফ করবেন বলে নামলেন। তাঁর কেন্দ্র বারাণসীর লোক সবচেয়ে ভালো জানেন গঙ্গা সাফ হয়নি। কিন্তু ‘নমামি গঙ্গে’ প্রকল্পের টাকার সাফ হয়ে গিয়েছে।’’
১৯৮৫’র গঙ্গা অ্যাকশন প্ল্যান ২০০৮ সালে হয় জাতীয় গঙ্গা অববাহিকা প্রকল্প। সেই প্রকল্পেরই নাম পালটে দেন মোদী। নাম হয় ‘নমামি গঙ্গে’। সরকারি প্রকল্পের সঙ্গে ধর্মবিশ্বাসকে মিশিয়ে প্রচারে অন্যতম হাতিয়ার এই প্রকল্প। কিন্তু কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানায় যে ২০১৪ থেকে ১৩ হাজার কোটি টাকা প্রকল্পের বরাদ্দ হয়েছে। দেখা যায়, গঙ্গার দূষণ রোধ হয়নি। দূষিত রাসায়নিক বা বর্জ্য ফেলা বন্ধ হয়নি।
অখিলেশ প্রশ্ন তোলেন সারের দাম নিয়েও। ভাষণে মজার সুরে তিনি বলেছেন, ‘‘সারের দাম কিভাবে বাড়িয়েছে মোদী সরকার? পার্লে-জি বিস্কুটের মতো করে। পাঁচ টাকার বিস্কুটের প্যাকেট আগে বড় মিলত, এখন ছোট আরও ছোট হয়েই চলেছে। আর সারের বস্তা পনের কেজি থেকে দশ কেজি তারপর পাঁচ কেজি-তে নেমে এসেছে।’’
অখিলেশ বলেছেন, ‘‘প্রতিবাদীদের জন্য বিজেপি সরকারের বুলডোজার তো সবসময় তৈরি থাকে। কিন্তু উত্তর প্রদেশে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। লক্ষ লক্ষ ছেলেমেয়ে অনিশ্চয়তার মুখে পড়লেন। প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্তদের বিরুদ্ধে তো বুলডোজার চালানো হলো না!’’
উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের সময়ে প্রতিবাদীদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এমনকি বিচারব্যবস্থা তাঁদের বিরুদ্ধে শাস্তি ঘোষণারও আগে। সুপ্রিম কোর্টও এই নীতির সমালোচনা করেছে। আর এ রাজ্যেই লক্ষ লক্ষ পরীক্ষার্থী শামিল হলেও বাতিল হয়ে যায় চাকরির একাধিক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য।
সপ্তম দফায় উত্তর প্রদেশের বারাণসী, গোরক্ষপুর, মহারাজগঞ্জ, কুশিনগর, দেওরিয়া, বাঁশগাঁও, ঘোসি, সালেমপুর, বালিয়া, গাজিপুর, চান্দৌলি, মিরজাপুর এবং রবার্টসগঞ্জ কেন্দ্রে ভোট।
AKHILESH YADAV ELECTION
পার্লে বিস্কুটের কায়দায় বেড়েছে সারের দাম, বলছেন অখিলেশ
×
Comments :0