APP CAB

পুলিশ-তৃণমূলের জুলুম, মিছিলে প্রতিবাদ অ্যাপ-ক্যাব চালকদের

কলকাতা

পুলিশ ও তৃণমুলের বাহিনীর দৌরাত্ম্যে রুজিরুটির প্রশ্নে চরম সমস্যায় ওলা-উবর চালকরা। অনৈতিকভাবে জরিমানা করা, শিয়ালদহ, হাওড়া, সাঁতরাগাছি সহ একাধিক জায়গা থেকে অনলাইন বুকিংয়ে যাত্রী নিতে না দেওয়া, তোলা আদায় সহ নানাভাবে জুলুমবাজি চালানো হচ্ছে। প্রতিবাদে মঙ্গলবার শ্রমিক ভবন থেকে শিয়ালদহ ট্রাফিক গার্ড পর্যন্ত প্রতিবাদ মিছিলে পথ হেঁটেছেন চালকরা। সিআইটিইউ অনুমোদিত কলকাতা ওলা-উবর ‌অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের পক্ষ থেকে এবিষয়ে এদিন শিয়ালদহ ট্রাফিক গার্ডে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। এর আগে সোমবার একই বিষয়ে অভিযোগ জানিয়ে এয়ারপোর্ট থানায় ডেপুটেশন দেওয়া হয় এবং বুধবার হাওড়া ট্রাফিক গার্ডেও ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।  
উল্লেখ্য, জীবিকার চরম আকালে বহু যুবক ওলা-উবর চালানোর পেশাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করে চলেছেন। কিন্তু জীবিকার প্রশ্নে তাঁরা নানাভাবে শোষণ ও বঞ্চনার শিকার হচ্ছেন। সেসব নিয়ে তাঁরা লাগাতার প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে চলেছেন। বর্তমানে আরেক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। শিয়ালদহ, হাওড়া, সাঁতরাগাছি সহ কলকাতা বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিতে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। অভিযোগ, এবিষয়ে পুলিশ ও তৃণমূলের বাহিনী মিলিতভাবে তাঁদের হেনস্তা করছে। চালকদের অভিযোগ, শিয়ালদহ, হাওড়া, সাঁতরাগাছি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনলাইন বুকিংয়ে যাত্রী তুলতে গেলে তাঁদের নানাভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে। একদিকে স্টেশনগুলিতে সাদা নেমপ্লেটের গাড়িতে অনৈতিকভাবে প্যাসেঞ্জার তোলানো হচ্ছে, অন্যদিকে ওলা-উবর সহ কমার্শিয়াল গাড়ির চালকরা অনলাইন বুকিংয়ে যাত্রী তোলার জন্য অপেক্ষা করলে তাঁদের অনৈতিকভাবে মোটা টাকার জরিমানা করা হচ্ছে। এমনকী, দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না। চালকরা যাত্রীদের নামিয়ে অনলাইন বুকিংয়ে পুনরায় যাত্রী নেওয়ার জন্য সামান্য সময় সেখানে অতিবাহিত করলেই তাঁদের উপর চড়াও হচ্ছে পুলিশ ও শাসক দল তৃণমুলের বাহিনী। 
এবিষয়ে এদিন কলকাতা ওলা-উবার আ্যপ ক্যাব অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আসলে এর মাধ্যমে তৃণমুল টাকা কামানোর একটি সিন্ডিকেট চালাচ্ছে। চালকদের পেটে লাথি মেরে এধরনের কাজের আমরা তুমুল বিরোধিতা করছি। সে কারণেই এদিন প্রতিবাদ মিছিল সংগঠিত করা হলো এবং শিয়ালদহ ট্রাফিক গার্ডে ডেপুটেশনও দেওয়া হলো। দ্রুত এবিষয়ে সদর্থক ভুমিকা পালন না করা হলে আগামীতে এনিয়ে আরও বৃহত্তর লড়াইয়ের পথে যাওয়া হবে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে এছাড়াও উপস্থিত ছিলেন জীবন সাহা, নিখিল মাইতি, সোহাগ খান প্রমুখ।।
 

Comments :0

Login to leave a comment