ফের হাতির হামলায় বাঁকুড়া জেলার এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হল। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে ঘটনাটি ঘটে সিমলাপাল থানার জামবনী জঙ্গল এলাকায়। মৃতের নাম বংশী মুখার্জি( ৬৭)। বাড়ি সিমলাপালের ধানগোড়ি গ্রামে।
এলাকা সূত্রে জানা গেছে এদিন পেশায় পুরোহিত বংশী মুখার্জি মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পেড়ুয়াবাইদ গ্রাম থেকে পূর্ণিমা পুজো সেরে সাইকেলে করে ফিরছিলেন। এই সময় জামবনী জঙ্গল এলাকায় একটি দলছুট দাঁতাল তাঁকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছড়ে মারে। স্থানীয় মানুষজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিমলাপাল থানায় নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। সন্ধ্যায় বনদপ্তর ও পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
Death elephant attack
ফের হাতির হামলায় বৃদ্ধের মৃত্যু বাঁকুড়ায়
×
Comments :0