American farmers

শুল্কনীতি সঙ্কটে ফেলেছে আমেরিকার কৃষকদেরই, বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের ওপর খেপছেন আমেরিকার কৃষকরা। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিতে সবচেয়ে বিপাকে সে দেশের কৃষকরা। রপ্তানির বাজার মার খেয়েছে। বেড়েছে উপকরণের দাম। 
আমেরিকার কৃষিপণ্যের বাজার খোলার জন্য ভারতের ওপর চাপ সমানে বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প আসলে নিজেই বিপাকে, বলছে পশ্চিমী সংবাদমাধ্যমই। কেননা গ্রামাঞ্চলের সমর্থন নির্বাচনে ট্রাম্পের বড় ভরসা হয়ে থেকেছে। 
শুল্ক যুদ্ধের ঘোষণা করে ট্রাম্প চীনের ওপর ১৪৫ শতাংশ হারে আমদানি শুল্ক চাপায়। পাশাপাশি কানাডা, মেক্সিকোর ওপর দেশগুলির ওপরও চড়া হারে বসিয়েছে শুল্ক। 
পালটা শুল্ক বসায় চীনও। আমেরিকার সয়াবিন এবং ভুট্টার মতো ফলনের বড় ক্রেতা চীন। আমদানি শুল্ক বসানোয় চীনে দুই ফসলের দাম বেড়ে গিয়েছে। চীন ব্রাজিল, রাশিয়ার থেকে আমদানির রাস্তা খুলেছে ফলে মার খেয়েছেন আমেরিকার কৃষক।
সঙ্কট যে গুরুতর তা ধরা পড়েছে আমেরিকার কৃষি সচিব ব্রুক রোলিন্সের কথাতেই। ক্ষোভ সামলাতে তাঁর যুক্তি, ‘‘আমদানি শুল্ক থেকে কোষাগারে যে অর্থ আসবে তা থেকে সহায়তা দেওয়া হবে কৃষকদের।’’ রোলিন্স বলছেন, ‘‘জো বাইডেনের নীতির কারণে সমস্যা হচ্ছে। প্রাক্তন রাষ্ট্রপতি বাণিজ্য চুক্তি করেননি আন্তর্জাতিক স্তরে।’’
বাইডেনের সমর্থকরা পালটা বলছেন যে ২০২১-২৪ পর্বেই আমেরিকার কৃষিপণ্যের রপ্তানি সর্বোচ্চ হয়েছিল। শুল্ক নীতির ব্যর্থতা আড়াল করতে চাইছেন কৃষি সচিব।
আমেরিকার সংবাদ প্রতিষ্ঠান ‘ফাইনান্সিয়াল টাইমস’ জানাচ্ছে অর্থ সচিব স্কট বেসেন্ত এখন চীনের সঙ্গেই আলোচনা চালাচ্ছেন। 
ব্রিটিশ সংবাদ প্রতিষ্ঠান বিবিসি-কে ট্রাম্পের সমর্থক এক কৃষক টিম ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘ট্রাম্পের ওপরই সমর্থন রয়েছে এখনও। কিন্তু কৃষকদের অবস্থা ভয়াবহ হয়ে রয়েছে। রাষ্ট্রপতিকে ব্যবস্থা নিতে হবে।’’
ব্লুমবার্গ-র হিসেব জানাচ্ছে ছোট বা মাঝারি কৃষিভিত্তিক সংস্থা দেউলিয়া হচ্ছে। চলতি বছরে এমন দেউলিয়া সংস্থার সংখ্যা গত পাঁচ বছরে সর্বোচ্চ। 
কৃষকরা জানিয়েছেন যে ট্রাম্প শুল্ক চাপানোয় বাইরের দেশ থেকে আনা সার এবং কৃষি সরঞ্জামের দামও বেড়েছে লাফিয়ে। একদিকে বাজার কমছে। আরেকদিকে উপকরণের খরচ বাড়ছে। 
‘নিউজউইক’ জানাচ্ছে, ইউএসএইড বন্ধ করে দেওয়ায় সমস্যা বেড়েছে কৃষকদের। কেননা বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণের সামগ্রী আমেরিকার সরকার কিনত দেশের কৃষকদের থেকেই।

Comments :0

Login to leave a comment