মনে করেছিলেন রামমন্দির করেই ভাবাবেগ তোলা যাবে। প্রচারে সর্বত্র বলেছেন, রামমন্দিরে উদ্বোধনে না গিয়ে সনাতন ধর্মের অপমান করেছে বিরোধীরা। ধর্মের প্রসঙ্গ টেনে এমন প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে।
কিন্তু রামমন্দির যে লোকসভা কেন্দ্রে, সেই ফৈজাবাদেই পিছিয়ে রয়েছেন বিজেপি’র প্রার্থী।
দেশের ফলাফলেই স্পষ্ট, কোনও অন্ধ ভাবাবেগ ছড়িয়ে বিজেপি’র পক্ষে হাওয়া তুলতে পারেননি নরেন্দ্র মোদী। বরং লাগাতার বিদ্বেষ ভাষণ প্রত্যাখানের ছবিই স্পষ্ট।
সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ পেয়েছেন ৩ লক্ষ ৪১ হাজার ৫৯৪ ভোট। বিজেপি’র লাল্লু সিং পেয়েছেন ৩ লক্ষ ২১ হাজার ৭১৭ ভোট। সমাজবাদী পার্টির প্রার্থী এগিয়ে আছেন ২০ হাজার ৬৬০ ভোটে।
বিএসপি প্রার্থী সচিদানন্দ পাণ্ডে পেয়েছেন ২৪ হাজার ৪২৮ ভোট। সিপিআই প্রার্থী অরবিন্দ সেন পেয়েছেন ৯ হাজার ৪০৮ ভোট।
এর আগে বিজেপি ফৈজাবাদে হেরেছিল বাবরি মসজিদ ভাঙার পরও। সেই প্রবণতা ফিরে আসতে দেখা যাচ্ছে ভোটের ফলাফলে। ১৯৯২’র ৬ ডিসেম্বর ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। বিজেপি এবং সঙ্ঘ পরিবার সারা দেশে ছড়িয়েছিল ধর্মীয় উন্মাদনা। ১৯৯১ এবং ১৯৯৬, দু’বারই লোকসভায় জয়ী হন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। কিন্তু ১৯৯৮’র ভোটে জয়ী হন সমাজবাদী পার্টির মিত্রসেন যাদব। ১৯৯৯-এ ফের জয়ী হন কাটিয়ার। ২০০৪-এ ফেরেন মিত্রসেন যাদব। ২০০৯-এ যদিও কংগ্রেসের নির্মল ক্ষত্রি এই আসনে জয়ী হয়েছিলেন। ২০১৪ থেকে রয়েছেন বিজেপি’র লাল্লু সিং। এবার তিনিই পরাজয়ের মুখে।
RAMMANDIR BJP
রামমন্দিরের কেন্দ্রে ২০ হাজার ভোটে পিছিয়ে বিজেপি
×
Comments :0