পাকিস্তানে কেমন আছে পূর্ণমকুমার? কী খাচ্ছেন? শরীর কেমন? কিচ্ছু জানা যাচ্ছে না।
তাই রবিবার পাঞ্জাবের পাঠানকোট রওনা হচ্ছে বিএসএফ’র এই জওয়ানের পরিবার।
রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণমকুমার বন্দি রয়েছেন পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর হারে। সীমান্তের ওপারে চলে যাওয়ায় পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে কর্মরত এই জওয়ানকে গত বুধবার বন্দি করে পাক বাহিনী। গত মঙ্গলবার পহেলগামের সন্ত্রাসবাদী হামলার পর দু’দেশের সম্পর্কে গুরুতর প্রভাব পড়েছে।
পূর্ণমকুমার সাউ এর স্ত্রী রজনী শনিবার রিষড়ার বাড়িতে বলেছেন,
‘‘চার দিন হয়ে গেল, একটা লোক কী অবস্থায় আছে, খাওয়া দাওয়া দিচ্ছে কিনা, তা-ও জানিনা। শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে।’’
এর আগে সংবাদমাধ্যমে বিএসএফ জানায় যে পূর্ণমকে ছাড়িয়ে আনার জন্য দুই বাহিনীর আধিকারিক স্তরে ফ্ল্যাগ মিটিং হচ্ছে।
রজনী বলেছেন, ‘‘সামনা সামনি থাকলে কিছু তো খবর পাওয়া যাবে, তাই যাচ্ছি ওখানে। কাল রাতে ব্যাটেলিয়ানের সিও জানিয়েছিলেন সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কথাবার্তা চলছে জওয়ানকে দেশে ফেরানোর ব্যাপারে।’’
কিন্তু পরিবারের উদ্বেগ তীব্র। শনিবার পরিবার জানায় যে পাঠানকোটে গিয়ে সরাসরি কথা বলতে চাইছেন তাঁরা। এক পরিজন বলেছেন, ‘‘যদি ওখান থেকে কোন সাহায্য না পাই তাহলে দিল্লি যাব। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব কিছু করার জন্য।’’
বিএসএফ’র এই জওয়ানের স্ত্রী অন্তঃসত্ত্বা। গর্ভে বেড়ে ওঠা সন্তানের থেকেও এখন স্বামীর চিন্তা বেশি রজনীর।
তিনি বললেন, ‘‘চাইছি দ্রুত তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। চার দিন হয়ে গেল এখনো কোনো আপডেট পাচ্ছি না।’’
পূর্ণমকুমারের মা দেবন্তি দেবী বলেন, ‘‘ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক এটাই চাই। ছেলের কথা শুনিনি, ছেলের সঙ্গে কথা বলতে পারিনি অনেক সময় হয়ে গেলো।’’
Prurnam Kumar Sau
পাকিস্তানে বন্দি পূর্ণমের খবর নেই, রিষড়া থেকে পাঠানকোট যাচ্ছে জওয়ানের পরিবার

×
Comments :0