পুতুল নাচের ঐতিহ্যকে স্মরণ করাতে এবারকার কালনার সরস্বতী পুজোয় হাজির করানো হয়েছে পুতুল নাচের থিম। সবুজ সমিতি নামের একটি ক্লাব তাদের প্যান্ডেল সাজিয়েছে পুতুল নাচের পুতুল দিয়ে। এই ক্লাবের কর্মকর্তাদের দাবি পুতুল নাচের ঐতিহ্যকে যেমন মানুষকে স্মরণ করানো যাবে। পাশাপাশি পুতুল নাচ আবার চালু হলে, বাঁচবে এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন। আমাদের সরস্বতী পুজোর থিমের এটাই লক্ষ্য।
এতদিন দুর্গোৎসব বা কালী আরাধনায় থিমের বাহার ছিল। এবার সেই দিকে পা বাড়াতে দেখা যাচ্ছে বীণাপাণির উপাসকদেরও। বহু বছর ধরেই সরস্বতীর মণ্ডপ সেজে উঠত থার্মোকল, দরমার বেড়া, শোলার ফুলে। কিন্তু এবার পাড়ার ক্লাব হোক কিংবা স্কুলের পুজো, বহু জায়গাতেই ঘুরিয়ে ফিরিয়ে নজরে আসছে থিমের মেজাজ। এই থিমকে কাজে লাগিয়ে কালনা শহরের ক্লাবটি ঐতিহ্যবাহী পুতুল নাচের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছে।
Putul Naach
ঐতিহ্য বাঁচাতে কালনায় পুজোর থিম পুতুল নাচ
×
Comments :0