Deputation

বঞ্চনার প্রতিবাদে বাদুড়িয়া বিডিও অফিসে ডেপুটেশন

জেলা

Deputation Baduria ছবি: বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের রাজ্য সম্পাদক শঙ্কর খেলো।


এমএন রেগা, আবাস যোজনা, সরকারি দপ্তর সহ শিক্ষক নিয়োগের দুর্নীতির বিরুদ্ধে এবং সারা দেশ ও রাজ্যজুড়ে এসসি, এসটি, ওবিসিদের সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার বাদুড়িয়া বিডিও অফিসে ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বাদুড়িয়া ব্লক ও পৌর কমিটি। ডেপুটেশন উপলক্ষে বিডিও অফিস সংলগ্ন সভা হয়।সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ মণ্ডল।বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক শঙ্কর খেলো।যাবতীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি সংগঠিত প্রতিরোধের বার্তা দেন। আগামী প্রজন্ম গভীর খাদের কিনারায়।তাদের জন্যই আমাদের।এই লড়াই।ডেপুটেশন থেকে ফিরে এসে বিডিও'র সাথে আলোচনার নির্যাস ব্যাখ্যা করেন ক্ষিতিশ মণ্ডল।

ডেপুটেশনে অংশ নেন ক্ষিতিশ মণ্ডল  পরিতোষ মণ্ডল, জ্যোৎস্না মণ্ডল,পরি মণ্ডল,রঞ্জনকান্তি মণ্ডল।
২০দফা দাবি সংবলিত স্মারকলিপি জমা দেওয়া হয় বিডিও সুপর্না বিশ্বাসের কাছে।
দাবিগুলি হলো,তপশিলি জাতি, আদিবাসী এবং ওবিসি ভুক্তদের শংসাপত্র দেওয়ার পদ্ধতির সরলীকরন করতে হবে এবং তাদের ভূমি ও বাসগৃহ দিতে হবে।তপশিলি জাতি,আদিবাসীদের জন্য সাবপ্লানের আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।তপশিলি জাতি ও আদিবাসীদের  বিশেষ পরিকল্পনা নিয়ে উন্নয়ন করতে হবে।বেসরকারি ক্ষেত্রে নিয়োগে তপশিলি জাতি, আদিবাসী , ওবিসি সংরক্ষণ করতে নির্দিষ্ট আইন করতে হবে।বিশেষ পরিকল্পনা নিয়ে তপশিলি জাতি, আদিবাসী, ওবিসিদের জন্য শূন্যপদ পূরণ করা, জাতিভিত্তিক জনগণনা কার্য্যকরী করতে হবে।হাঁসখালী, বীরভূম, বাঁকুড়া, রাইপুর সহ সাম্প্রতিক কালিয়াচক, কালিয়াগঞ্জ সহ পশ্চিমবাংলায় প্রায় সর্বত্র তপশিলি জাতি, আদিবাসী ওবিসিভূক্ত মানুষের উপর ধারাবাহিকভাবে নিগ্রহ ও ধর্ষণ সংগঠিত হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে।গরীব,জাতীয় শিক্ষানীতি বাতিল করা, দুশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল মকুব, ষাটোর্ধ্ব সকল মানুষের ভাতা , সকল কৃষকের ও ক্ষেত মজুর, তপশিলি জাতি ও আদিবাসীদের পেনশন প্রতিমাসে তিন হাজার টাকা দেওয়া সহ ২০দফা দাবি উল্লেখ করা হয় স্মারকলিপিতে।


 

Comments :0

Login to leave a comment