Sujan Chakraborty

সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন , চ্যালেঞ্জ চক্রবর্তীর (দেখুন ভিডিও)

রাজ্য

Sujan Chakraborty শনিবার বার্নপুরে বারি ময়দানে স্মরণ সভায় বলছেন সুজন চক্রবর্তী।

বামফ্রন্ট সরকারের সময়ে সরকারি নিয়োগে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানালো সিপিআই(এম)। কালীঘাটে দলের বৈঠকের পর সেই সময়ের নিয়োগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।  

শনিবার পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী শনিবার বলেছেন, ‘‘সাহস থাকলে শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি। সময় বেঁধে বামফ্রন্টের সময়ের নিয়োগ সংক্রান্ত তথ্য খুঁজে বের করুন। কবে, কখন কোথায় সেই শ্বেতপত্র প্রকাশ করা হবে জানান মুখ্যমন্ত্রী।’’ 

সংবাদমাধ্যমের প্রশ্নে শনিবার চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘‘শ্বেতপত্র প্রকাশ করতে যেন ভুলে না যান মুখ্যমন্ত্রী। এর আগে অনেক ফাইল প্রকাশের হুমকি দিয়েছেন। একটিও প্রকাশ করেননি।’’

 

রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির একের পর এক তথ্য আদালতে বেরিয়ে পড়েছে। ওএমআর শিটের নম্বর বেড়ে গিয়েছে চূড়ান্ত ফলে। তার মাঝে হয়েছে চাকরির জন্য টাকার হাতবদল। আদালতের নির্দেশে ইডি’র তদন্তে বেরিয়ে পড়ছে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি চলেছে। অথচ, কলকাতার রাজপথে বসে থেকেছেন যোগ্য চাকরিপ্রার্থীরা। 

বামফ্রন্ট সরকার এবং সিপিআই(এম)’কে ঘিরে এমন হুমকি এই প্রথম দিচ্ছেন মুখ্যমন্ত্রী তা নয়। আইনি লড়াইয়ে চাকরিপ্রার্থীদের পক্ষ নেওয়ায় হুমকি দিয়েছেন সিপিআই(এম) সাংসদ এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে। গত বছর ২১ জুলাইয়ের দলের অনুষ্ঠানের মঞ্চ থেকে কর্পোরেশনের পুরনো ফাইল বের করার হুমকি দিয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র বিকাশ ভট্টাচার্য যদিও সে সময় পালটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন। সাত মাস পরও সরকার বা কলকাতা কর্পোরেশেনের তৃণমূল বোর্ড এমন কোনও ফাইল প্রকাশ করেনি। 

চক্রবর্তী বলেছেন, ‘‘বামফ্রন্ট সরকারকে দায়ী করতে একাধিক তদন্ত কমিশন গড়েছেন মুখ্যমন্ত্রী। এমন একটি কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করেনি সরকার। সম্ভবত এই শ্বেতপত্রও প্রকাশের পথে হাঁটবে না সরকার।’’ 

টাকার বিনিময়ে চাকরি চক্রের তদন্তে জেলে প্রাক্তন শিক্ষঅ মন্ত্রী পার্থ চ্যাটার্জি, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তৃণমূলের যুবনেতারা ইডি’র হেপাজতে। দুর্নীতি যে হয়েছে তা কবুল করছে তৃণমূলও। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী কালীঘাটের বৈঠকে বলেছেন যাতে চোর বললে দলের নেতারা মাথা ঝুঁকিয়ে না ফেলেন। বুক ফুলিয়ে তৃণমূল করেন।   

Comments :0

Login to leave a comment