ডুয়ার্সের বানারহাটে ফের জঙ্গল থেকে লোকালয়ে হাতির পাল প্রবেশ করায় আতঙ্ক ছড়াল এলাকায়। রবিবার সকালে রেতি জঙ্গল থেকে বেরিয়ে এসে হাতির পালটি ঢুকে পড়ে রিয়াবাড়ি ও কাঁঠালগুড়ি এলাকায়। পরে বাধপাড়া অঞ্চলে দীর্ঘক্ষণ অবস্থান করে তারা।
অচিরেই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্কের পাশাপাশি কৌতূহলও দেখা দেয়। অনেকেই হাতির পাল দেখতে ভিড় জমান এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীদের প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে হাতির পালটিকে রেতি নদীর চর পেরিয়ে পুনরায় জঙ্গলের ভেতরে ফেরানো সম্ভব হয়। তবে বারবার জঙ্গল থেকে লোকালয়ে হাতির প্রবেশে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বন দপ্তরের কাছে স্থায়ী সমাধানের দাবি তুলেছেন।
Comments :0