Bangladesh Court

আওয়ামীপন্থী আইনজীবীদের জেল ফেপাজতের নির্দেশ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা
ঢাকার একটি আদালত রবিবার বাংলাদেশের ৬৪ জন আইনজীবীকে জেলে পাঠিয়েছে। তাঁরা হাইকোর্টের আদেশে জামিনে মুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার কোতয়ালী থানার মামলায় ঢাকা আইনজীবী সমিতির ৬৪ আওয়ামীপন্থি আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তবে নির্দেশের পর ৬১ জন আইনজীবীকে গ্রেপ্তার করে  কারাগারে পাঠানো হয়েছে। প্রথমে আদালতে আত্মসমর্পণ করলেও বাকি তিনজনকে খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া একই মামলায় ঢাকা বার অ্যাসোশিয়েশনের প্রাক্তন সভাপতি আবু সাঈদ সাগরসহ ১৯ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে সুপ্রীম কোর্টে ২০২৩ সালে নিবার্চনের সময় হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় ৮ জন আইনজীবীর আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
রবিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে তাঁরা আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ঢাকা বারের প্রাক্তন সভাপতি সাইদুর রহমান মানিকসহ ৬১ জনের জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া বয়সের বিবেচনা করে ঢাকা বার অ্যাসোশিয়েশনের প্রাক্তন সভাপতি আবু সাঈদ সাগরের জামিন মঞ্জুর করে আদালত। মহিলা আইনজীবী আফরোজা ফারহানা অরেঞ্জ, সাহেলা আক্তার শিল্পি, সালমা হাই টুনি, শারমিন সুলতানা হ্যাপী ও সুলতানা রাজিয়া রুমাসহ ১৮ জনের জামিন মঞ্জুর করে আদালত।
জেলে পাঠনো হয়েছে ঢাকা বার অ্যাসোশিয়েশনের প্রাক্তন সভাপতি সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, ঢাকা অ্যাসোশিয়েশনের প্রাক্তন অফিস সম্পাদক আনোয়ার হোসেন, গোলাম কিবরিয়া সুমন, প্রাক্তন ক্রীড়া সম্পাদক উজ্জল মিয়া ও সাইবার ট্রাইব্যুনালের প্রাক্তন পিপি নজরুল ইসলাম শামিমকে।
অন্যদিকে সুপ্রীম কোর্টে ২০২৩ সালে নিবার্চনের সময় হামলা ও ভাংচুরের ঘটনায় শাহবাগ থানার মামলায় আট আইনজীবীর আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে আদালত। এ দুই মামলায় বাংলাদেশের উচ্চ আদালত থেকে সব অভিযুক্তরা আট সাপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষ হওয়ায় রবিবার তাঁরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। এদিন ৬১ আইনজীবী কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনর্চাজ পুলিশের উপ-পরিদর্শক রিপন মিয়া। অপরদিকে দুই মামলায় ২৭ জন জামিনের বিষয়টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের একাধিক আধিকারিক নিশ্চিত করেছেন।
বাংলাদেশের বিভিন্ন আইনজীবী সমিতি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ঢাকা আইনজীবী সমিতির আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বলেছেন, ‘‘মিথ্যা মামলায় তাদেরকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ এই ঘটনার তাঁরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
এদিন নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রাজশাহী, পাবনাসহ পৃথক পৃথকভাবে আইনজীবী সমিতির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে আইনজীবীদের মুক্তি দাবি জানানো হয়।

Comments :0

Login to leave a comment