নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। এই প্রয়াসের তীব্র বিরোধিতা করল সিপিআই(এম)। রবিবার বিবৃতিতে সিপিআই(এম) পলিট ব্যুরোর দাবি, নির্বাচন পরিচালনা বিধির প্রস্তাবিত সংশোধন বাতিল করতে হবে।
পলিট ব্যুরো বলেছে, বিধি সংশোধন করে রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনী নথি দেখার সুযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর আওতায় রয়েছে ভিডিও এবং ডিজিটাল প্রমাণের মতো বৈদ্যুতিন নথিও। এই ব্যবস্থা প্রাথমিকভাবে নির্বাচন কমিশন চালু করেছিল রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে নেওয়া হয়েছিল এই পদক্ষেপ।
পলিট ব্যুরো বলেছে, সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে নতুন বিধি চালু করার জন্য নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা চালিয়েছে সরকার। নির্বাচন কমিশনও অনুমতি দিয়েছে বলে জানা যাচ্ছে। তবে তার আগে নির্বাচন কমিশন কিন্তু রাজনৈতিক দলগুলির সঙ্গে চালু বিধি বদলের বিষয়ে আলোচনা করেনি। অথচ দীর্ঘ সময় ধরে চালু রীতি হলো এমন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে।
পলিট ব্যুরো বলেছে, নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতায় প্রশ্ন তুলে এমন আবেদন করার যোগ্যতা আবেদনকারীর আছে কিনা, তা নিয়েই প্রশ্ন তুলতে চেয়েছে সরকার। এই মনোভাব রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ করে রাখতে চাইছে।
সিপিআই(এম)’র অভিজ্ঞতা, বিশেষ করে ত্রিপুরার লোকসভা নির্বাচনের সময়, দেখিয়েছে যে কারচুপির অভিযোগের কারণে ভোটকেন্দ্রের ভেতরের ভিডিওগ্রাফিক নথি পরীক্ষা করা হয়েছিল, যার ফলে উভয় নির্বাচনী কেন্দ্রের প্রায় অর্ধেক ভোটকেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করা হয়েছিল। এই যুগে, যেখানে প্রযুক্তি নির্বাচনী প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, সরকারের এই পদক্ষেপ একটি পশ্চাদমুখী অবস্থান।
সিপিআই(এম)-এর পলিট ব্যুরো নির্বাচন পরিচালনা বিধিসমূহের প্রস্তাবিত সংশোধনীগুলি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
POLIT BUREAU ELECTION RULES
নির্বাচন পরিচালনা বিধি বদলের প্রয়াস বন্ধের দাবি পলিট ব্যুরোর
×
Comments :0