Basirhat Shooting

দুষ্কৃতী তাণ্ডব বসিরহাটে, গুলিতে মৃত ১

জেলা

Basirhat Shooting


রাতদুপুরে বসিরহাটে খুন দুষ্কৃতী। অভিযোগ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শম্ভুনাথ গাইন(২৩) নামে এক দুষ্কৃতী মারা যায়। দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে একজন গ্রামবাসীও আহত হন। নাম ভব ক্রিস্টো। আহত ওই ব্যক্তিকে প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।ঘটনাটি ঘটে বসিরহাট স্টেশন সংলগ্ন রাজীব কলোনি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বসিরহাট থানার পুলিশ।শম্ভুনাথ গাইনের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট হাসপাতালে পাঠায় পুলিশ।


স্থানীয়দের বক্তব্য নিহত যুবক এলাকায় কুখ্যাত দুষ্কৃতী হিসেবেই পরিচিত। অভিযুক্ত দুষ্কৃতীরা ও শম্ভুনাথকে ভোটের দিন তৃণমূলের হয়ে গোটরা গ্রাম পঞ্চায়েত এলাকায় ছাপ্পা ভোটে অংশ নিতে দেখা যায়।
ঘটনাস্থলে রয়েছে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। কি কারণে গুলি চালালোর ঘটনা ঘটেছে তদন্ত করেছে পুলিশ। গুলি চালালোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Comments :0

Login to leave a comment