BIHAR BRIDGE

বিহারে ভেঙে পড়ল সেতু, ভেঙে ফেলাই হতো, দাবি তেজস্বীর

জাতীয়

ছবি টুইটার থেকে।

বিহারের ভাগলপুরে গঙ্গার উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। রবিবার আগুয়ানিঘা-সুলতানগঞ্জ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 

এর আগেও সেতুটির একাংশ ভেঙে পড়েছিল। সেতুর ভেঙে পড়ার ঘটনায় তদন্তের নির্দেশ দেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। 

২০১৪'তে সেতুর কাজ শুরু হয় নীতীশেরই নেতৃত্বে। চার লেনের রাস্তা করা হয় গঙ্গার ওপর। 

গত ডিসেম্বরে নির্মীয়মান সেতু ভেঙে পডে বোগুসরাইয়ে। তখন খারাপ মানের সরঞ্জাম দিয়ে কাজের অভিযোগ উঠেছিল। 

খাগারিয়া ও সুলতানগঞ্জ জেলা দু'টি সংযোগের যে সেতু রবিবার ভেঙে পড়ল, সেই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন নীতীশ। 

উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের দাবি কাঠামোর নকশায় ত্রুটি ধরা পড়েছিল। সেতুটি ভেঙে ফেলার কথা চলছিল।

Comments :0

Login to leave a comment