AMARTYA SEN VISVA BHARATI

বিশ্বভারতীর জমি মামলায় রায় অর্মত্য সেনের পক্ষে

রাজ্য

বিশ্বভারতীর সঙ্গে জমি বিবাদ মামলায় সিউড়িতে বীরভূম জেলা আদালতে অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পক্ষেই রায় দিলেন বিচারক। অমর্ত্য সেনের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অভিযোগ তুলেছিল যে অধ্যাপক সেন ১৩ ডেসিমেল জায়গা বাড়তি দখল করে রয়েছেন। এই নিয়ে আদালতের দ্বারস্থ হন সেন। 
সিউড়ি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল। বুধবার মামলার রায় শোনান বিচারক। অধ্যাপক অমর্ত্য সেনের আইনজীবী বিমান চৌধুরী বলেন, ‘‘আমরা মামলাটিতে জয়ী হয়েছি। যে নোটিশ বিশ্বভারতী করেছিল তা ঠিক নয়, বিচারক তাই বলেছেন। প্রমাণ হলো অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করে নেই। এতে আমরা অত্যন্ত খুশি।’’

Comments :0

Login to leave a comment