BHAGAT SINGH

ভগৎ সিং স্মরণে রক্তদান শিবির কাচড়াপাড়ায়

জেলা

রবিবার কাচড়াপাড়ায় রক্তদান শিবিরে দেবব্রত ঘোষ, দেবদূত ঘোষ।

শহীদ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবসে সিপিআই(এম) কাচড়াপাড়া এরিয়া কমিটির উদ্যোগে কমরেড বাবলু রক্ষিত ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরের উদ্বোধন করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য দেবব্রত ঘোষ। 
বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা দেবদূত ঘোষ, সিপিআই(এম) উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য দেবাশিস রক্ষিত, রুনু ব্যানার্জি, ইন্দ্রানী কুন্ডু মুখার্জি, পুলক কর, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সভাপতি যশোধরা বাগচী, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমও। 
শিবিরে ১৫৫ জন রক্তদান করেন।

Comments :0

Login to leave a comment