Accident

তামিলনাড়ুতে বাস দুর্ঘটনায় নিহত ৪, আহত ৩০

জাতীয়

বৃহস্পতিবার সকালে, ৯ জানুয়ারি, তামিলনাড়ুর রানিপেটে কর্ণাটক রাজ্য পরিবহন কর্পোরেশনের (কেএসআরটিসি) একটি বাসের সাথে একটি ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং ৩০ জন আহত হয়।
মৃতদের নাম মঞ্জুনাথন, কৃষ্ণাপ্পা, শঙ্করন ও সোমশেখরণ। রানিপেট পুলিশ জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষে কেএসআরটিসি বাসের সামনের অংশ ধ্বংস হয়ে গেছে। রানিপেট সরকারি হাসপাতালে ময়নাতদন্তের পর নিহতদের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
নিহতরা হলেন গণপতি (৪০), তার মেয়ে হেমা (১৩) ও ছেলে বালা (১০)। গণপতির স্ত্রী সারান্যা (৩৫), বোন জয়া (৩০) এবং মেয়ে দিব্যা (৩) সহ পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন এবং চেঙ্গলপট্টু সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, চেন্নাই থেকে ডিন্ডিগুল যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়।

Comments :0

Login to leave a comment