ফের সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বিহারে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ভেঙে পড়ল সেতু। শনিবার বিহারের দ্বারভাঙা জেলার রামগড়ে সিওয়ান গন্ডক খালের উপর থাকা সেতুটি ভেঙে পড়েছে। সেতু ভেঙে হতাহতের কোনও খবর নেই তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ ৪০ বছরের সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে। সিমেন্ট-বালি খসে পড়ার শব্দ পাওয়া যেতো সেতুর উপর দিয়ে যাওয়ার সময়। তাদের অভিযোগ এক প্রকার জীবন হাতে নিয়েই সেতুর উপর দিয়ে যাওয়া আসা করতে হতো। সেতু মেরামতে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটু ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সময় তীব্র শব্দ হয়। জানা গেছে বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ ওই সেতু দিয়ে যাতায়াত করতেন। সেতু ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন গন্ডক খালের দুই পাড়ের বাসিন্দার। তাদের দীর্ঘপথ ঘুরে এখন যাতায়াত করতে হবে বলে জানা গেছে।
চলতি মাসের ১৮তারিখে বিহারের আরারিয়াতে ভেঙে পড়েছিল নবনির্মিত একটি সেতু। বকরা নদীর উপর সেতুর একটি অংশ ভেঙে পড়ে। ১২ কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছিল সেতুটি। সেতু ভেঙে পড়ায় মৃত্যু হয়েছিল একজনের। আহত হয়েছিলেন দশ জন।
গত ২২ মার্চ কোশি নদীর উপরে নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে একজন শ্রমিক নিহত হন। বিহারের সুপৌল জেলায় এই দুর্ঘটনায় আহত হন অন্তত ৪০ জন শ্রমিক। নির্মীয়মাণ সেতুর একাংশ ভেঙে পড়ার পিছনে নির্মাণ কাজে যুক্ত ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিনও স্থানীয়রা অভিযোগ করেছেন রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙে পড়েছে সেতুটি। এদিন সেতু ভেঙে পড়ার মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
Bridge Collapsed in Bihar
এক সপ্তাহে দুটি সেতু ভেঙে পড়ল বিহারে
×
Comments :0