BRINDA KARAT HOOGLY

মোদী ফিরছেন না, তৃণমূলের সেটিংয়ে, ভোট দিন মনোদীপকে: হুগলীতে কারাত

রাজ্য লোকসভা ২০২৪

ছবি- মনোদীপ ঘোষের সমর্থনে জিরাটের মিছিলে উপস্থিত পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত।

 অভীক ঘোষ - বলাগড়, ১৬ মে
চার দফাতে এটা স্পষ্ট হয়েছে যে আগামী দিনে মোদী আর ক্ষমতায় ফিরছেন না। তৃণমূল ও বিজেপির মধ্যে একটা সেটিং চলছে যা এই রাজ্যের পক্ষে ক্ষতিকারক ও দেশের পক্ষেও। দেশ বাঁচানোর জন্য, নিজেদের অধিকার বাঁচানোর জন্য ভোট দিন হুগলীর সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষকে।
বৃহস্পতিবার প্রচার সভায় এই আহ্বান জানান সিপিআই(এম) পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত।
বৃহস্পতিবার হুগলি লোকসভা কেন্দ্রের বলাগড় বিধানসভার অন্তর্গত শ্রীপুর পঞ্চায়েতের মন্দির তলা এলাকা থেকে এক সুসজ্জিত পদযাত্রা শুরু হয়। ছিলেন সিপিআই(এম) প্রার্থী মনোদীপ ঘোষ, অতনু ঘোষ, বিকাশ হেমব্রম, রামকৃষ্ণ রায় চৌধুরী, পরিতোষ ঘোষ সহ জেলার অন্যান্য নেতৃত্ব। মন্দিরতলা এলাকা থেকে সুসজ্জিত মিছিল শুরু হয়ে মিছিল কালিয়াগর চৌমাথা হয়ে জিরাট স্টেশন অতিক্রম করে জিরাট বাসস্ট্যান্ডে শেষ হয়।
মিছিল শেষে জিরাট বাসস্ট্যান্ডে সভায় বৃন্দা কারাত বলেন, ‘‘বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন। তৃণমূল ও বিজেপির মধ্যে একটা সেটিং চলছে। যা এই রাজ্যের পক্ষে ক্ষতিকারক ও দেশের পক্ষেও। বিজেপির বিজেপির বিধায়করা কখনো তৃণমূলের প্রার্থী আবার কখনো তৃণমূলের বিধায়করা বিজেপির প্রার্থী হয়ে যাচ্ছেন।’’ তিনি বলেন, ‘‘একজন দেশে আর আরেকজন রাজ্যে লুট চালাচ্ছেন। গত ১০ বছরে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। কিন্তু সেই দোষীরা শাস্তি পায়নি।’’ তিনি বলেন, ‘‘এমন একজন মানুষকে এমপি করে হুগলি থেকে পাঠান যে মানুষের দুঃখ কষ্ট বোঝেন। জয়ী করুন মনোদীপ ঘোষকে।’’
সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ বলেন, ‘‘নরেন্দ্র মোদী পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন আমাদের ভোট দিন কারণ আমরা অযোধ্যায় রাম মন্দির বানিয়েছি। আর দিদি বলছেন মোদী রাম মন্দির বানালে আমি দীঘায় জগন্নাথ মন্দির বানিয়েছি। হুগলিতে বিজেপি জেতার পর রামনবমীর মিছিলে রমরমা বেড়েছে। কিন্তু নতুন কোনো কলকারখানা হয়নি। আর তৃণমূল চাইছে রচনাকে জিতিয়ে হনুমান জয়ন্তীর মিছিল করতে। এদের কারো মুখে শোনা যাচ্ছে না শ্রমিকরা কলকারখানায় ফিরবেন কবে, তাঁরা নিজেদের কাজ করবেন কবে।’’ 
জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সুমন রায়চৌধুরী বলেন, ‘‘আগামী ২০ মে নিজের বুথকে রক্ষা করতে হবে। নিজেদেরকে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা পালন করতে হবে।’’ 
প্রার্থী মনোদীপ ঘোষ বলেন, ‘‘গণতান্ত্রিক ব্যবস্থাকে শেষ করে দেওয় বিজেপির আসল লক্ষ্য। তারা এখন বলছে এক দেশ এক ভোট, তার মানে তারা চায় গণতান্ত্রিক ব্যবস্থাকেই নষ্ট করে দিতে। আরএসএস দ্বারা পরিচালিত এই দল ধর্ম নিয়ে মানুষকে ভাগ করে দিতে চাইছে। এই দেশের মানুষের পক্ষে সরকার তৈরি করতে চাই আমরা।‘‘ 

Comments :0

Login to leave a comment