SEPTIC TANK DEATH MAL

মালে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু দুই ভাইয়ের

জেলা

SEPTIC TANK DEATH MAL

ফের সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু। এবার জলপাইগুড়ির মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের।

রবিবার সকালে তেসিমলার ৬০ নম্বর কলোনির গুয়াবাড়ী এলাকায় এক ব্যক্তির পায়খানার সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে গিয়ে নিচে পড়ে যান দুই ভাই আমিনুল ইসলাম ও শাহিদ আহমেদ। আমিনুলের বয়স ২৭, শাহিদের ২০। জ্যাঠতুতো-খুড়তুতো দুই ভাই নিচে পড়ে আর কোনও সাড়া শব্দ করছিলেন না।

খবর পেয়ে আসে দমকল। দু’জনকে ওপরে তোলা হয়। কিন্তু দু’জনেরই মৃত্যু হয়েছে ততক্ষণে। ট্যাঙ্কের ভিতরে জল ও গ্যাসে এই দুইজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

মালবাজার থানার পুলিশ দু’জনের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মাসখানেক আগে বীরভূমের খয়রাশোলে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। এই জেলার দুই শ্রমিক ওডিশায় সেপটিক ট্যাঙ্কে নেমে মারা গিয়েছিলেন। সারা দেশে গত পাঁচ বছরে ৩৩৯ জন মারা গিয়েছেন নিকাশীর কাজ করতে গিয়ে। 

Comments :0

Login to leave a comment