মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর অবরোধের মুখে কিউবা। কিউবার মানুষ লড়ছেন। পাশে দাঁড়ানোর মানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়া। কিউবাকে আর্থিক সহায়তা পাঠানোর জন্য দশ টাকা থেকে একদিনের বেতন দেওয়ার আবেদন জানাবে সিপিআই(এম)। পার্টি সদস্য, শ্রেণি এবং গণফ্রন্টের সদস্যদের পাশাপাশি জনগণের থেকেও অর্থসংগ্রহ করা হবে।
সিপিআইএম ২৪ তম পার্টি কংগ্রেস থেকে সমাজতান্ত্রিক কিউবার প্রতি সংহতি জানিয়ে এই প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবে বলা হয়েছে যে এই অর্থ দিয়ে ওষুধ এবং জেনারেটর পাঠানো হবে কিউবায়। সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের দায়িত্ব হিসেবেই এই কর্মসূচি নেবে সিপিআই(এম)।
প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার চাপিয়ে দেওয়া অবরোধের মুখে পড়েছে কিউবা। সমাজতান্ত্রিক কিউবা কঠিনতম সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে। গত জানুয়ারি মাসে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর আটবার বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে কিউবাকে বিপাকে ফেলার উদ্দেশ্যে। বিশ্ব জনমত যদিও বারবার অবরোধের বিপক্ষে অবস্থান সোচ্চার করেছে। গত সেপ্টেম্বরেও রাষ্ট্রসঙ্ঘে তা দেখা গিয়েছে। মার্কিন প্রশাসন এই অবরোধ প্রতিদিন আঁটো করতে চেয়েছে। যার ফলে কিউবা প্রতিদিন কয়েক মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে। এই টাকা দিয়েই তারা বিভিন্ন রোগের জন্য ভ্যাকসিন তৈরি করে গোটা পৃথিবীকে সরবরাহ করে। খাদ্য এবং জরুরি প্রয়োজন মেটাতে খরচ করতে পারত কিউবা।
অরুণ কুমার প্রস্তাবটি উত্থাপন করেন। সমর্থন করেন ময়ুখ বিশ্বাস।
প্রস্তাবে বলা হয়েছে, সমজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার জনগণের অদম্য মনোভাবকে ভাঙার চেষ্টা করে চলেছে। কিউবাকে বিপর্যস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৬২ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ চালিয়ে যাচ্ছে তা গণহত্যার চেষ্টা করার সমান অপরাধ।
প্রস্তাবে বলা হয়েছে যে অবরোধে বিপুল লোকসান সত্ত্বেও কিউবা প্রত্যেক নাগরিককে অবৈতনিক শিক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য নিশ্চিত করে চলেছে। খেলাধুলো থেকে সংস্কৃতি- কিউবা উৎকর্ষ দেখিয়ে চলেছে। আন্তর্জাতিকতার প্রতি দায়বদ্ধতা থেকে বিশ্বে বহু দেশে চিকিৎসক এবং নার্সদের পাঠিয়ে চলেছে কিউবা। বহু দেশে মহামারী এবং করোনা মহামারীর সময়ও এই ভূমিকা নিয়েছে কিউবা।
বলা হয়েছে, কিউবার জনগণ বীরত্বের সঙ্গে এই অবরোধের মোকাবিলা করে চলেছেন। আজকে সারা বিশ্বের উচিত কিউবার পাশে দাঁড়ানো। কিউবার পাশে দাঁড়ানোর অর্থ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশ্বময় লড়াইয়ের অংশ হওয়া।
Party Congress Cuba
অবরোধ সাম্রাজ্যবাদের, সমাজতান্ত্রিক কিউবার প্রতি সংহতিতে অর্থসংগ্রহের ডাক পার্টি কংগ্রেসে

×
Comments :0