CPIM Rally Chandipur

চন্ডিপুরে মহামিছিল

জেলা

CPIM Rally Chandipur


পূর্ব মেদিনীপুর জেলার একাধিক বিধানসভা এলাকার বিধায়ক ইডি, সিবিআই'র স্ক্যানারে আছেন। গ্রাম বাংলার মানুষ জেগে উঠেছে তারা তৈরি হয়েছেন তৃণমূলের চোর জোচ্চোর ডাকাতদের ভোট লুট রুখে দেবেন। জনগণের পঞ্চায়েত গড়ে উঠবে। পঞ্চায়েত সহ সমস্ত সরকারি প্রকল্পে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ এর যথাযথ জবাব দেবে নির্বাচনে চন্ডিপুরের এক সভায় একথা বলেন সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। সিপিআই(এম) চন্ডিপুর এরিয়া কমিটির ডাকে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা এবং শান্তিপূর্ণ ও অবাধ পঞ্চায়েত নির্বাচন, এগরা বোমা বিস্ফোরণ কান্ডে দোষীদের শাস্তি, ব্লক এলাকার খাল-নালা গুলো অবিলম্বে সংস্কারের দাবি নিয়ে শনিবার চন্ডিপুর এরিয়া কমিটির ডাকে নরঘাট থেকে মগরাজ পর্যন্ত মহা মিছিল এবং মগরাজপুর বাজারে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নিরঞ্জন সিহি, সায়ন ব্যানার্জী, মহাদেব মাইতি, পরিতোষ পট্টনায়ক, আশীষ গুছাইত, সুজিত জানা, সেক মনিরুল। সভাপতিত্ব করেন মঙ্গলেন্দু প্রধান।


 

Comments :0

Login to leave a comment