protest march in Birbhum

বাংলাভাষী হেনস্থা দেশজুড়ে, প্রতিবাদে বীরভূমের পাইকরে মিছিল সিপিআই(এম)'র

জেলা

রাজ্যের বাইরে বাংলা বলেলেই বাংলাদেশী তকমা, প্রতিবাদে মিছিল শনিবার পাইকরে। ছবি: রুহুল আমিন।

দেশজুড়ে বাংলাভাষীদের বিদেশী তকমা দিয়ে হেনস্থা করছে আরএসএস-বিজেপি। যারা গরিব পরিযায়ী শ্রমিক রাজ্যে কাজ না পেয়ে যখন ভিন রাজ্যে কাজ করছে তখন তাদের বাংলায় কথা বললেই গ্রেপ্তার করছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। ভোটার কার্ড আধার কার্ভ সহ বিভিন্ন প্রমান পত্র দাখিল করলেও তাদের জোর করে বাংলা দেশে পুশব্যাক করা হচ্ছে। অবিলম্বে এই সব অসাংবিধানিক মানবতা বিরোধী অত্যাচারের বিরুদ্ধে এবং দশ দফা দাবিতে সিপিআই(এম) মুরারই-পাইকর এরিয়া কমিটির উদ্যোগে শনিবার মিছিল ও বিক্ষোভ সভা হয় পাইকর ও হিয়াতনগরে।
 শনিবার এদিন সকালে এলাকার ব্যাপক অংশের মানুষ মিছিলে যোগদেন পাইকরে। পাইকর বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়। দুই কিমি পথ অতিক্রম করে শেষ হয় হিয়াতনগর মোড়ে। সেখানে জমায়েত হয়ে তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন পার্টি নেতা সঞ্জীব বর্মণ, আতিউর রহমান ও আলিরেজা মন্ডল প্রমূখ। বিজিপি-আরএসএস বাংলাভাষী সংখ্যালঘু পরিযায়ী শ্রমিকদের উপর অমানবিক অত্যাচার নামিয়ে এনেছে। অবিলম্বে এইসব বন্ধ করতে হবে। সভায় সঞ্জীব বর্মণ অভিযোগ করে বলেন, "বীরভূম জেলার কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক সারা দেশের বিভিন্ন রাজ্যে কাজ করছে। সেখানে যারাই বাংলায় কথা বলছে তাদের আটক করছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ। পাইকর, নলহাটি, মুরারই সহ বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অথচ তারা এই রাজ্যের বাসিন্দা। অবিলম্বে তাঁদের ফেরত আনার ব্যাবস্থা করতে হবে রাজ্য ও কেন্দ্র সরকারকে।"
তিনি অভিযোগ করে বলেন, "এই রাজ্যের মূখ্যমন্ত্রী এই বিষয়ে নিরব দর্শকের ভূমিকা পালন করছেন। যখন ওয়াকফ নিয়ে আন্দোলন চলছিল তখন মূখ্যমন্ত্রী পুলিশ দিয়ে সেই আন্দোলনকে ভেঙ্গে বলেছিলেন, এখানে নয় দিল্লীতে গিয়ে আন্দোলন করতে হবে। যখন গাজায় নিরহী মানুষদের ইজরায়েলী খুনের বিরুদ্ধে আন্দোলন করছিল বামেরা তখন কটাক্ষ করে বলা হয়েছিল সেখানে গিয়ে আন্দোলন কর। আর আজ যখন এই রাজ্যের মানুষকে বাংলাদেশী বলে বিজেপি আরএসস তাঁদের পুলিশ দিয়ে বাংলাদেশী তকমা লাগাচ্ছে তখন মূখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে কোন আলোচনা করছেন না কেন?"

Comments :0

Login to leave a comment