CPI(M) party office attacked

মুখ্যমন্ত্রী সফরের আগেই সিপিআই(এম) পার্টি অফিসে হামলা দুস্কৃতীদের,তীব্র প্রতিবাদ

জেলা

ছবি-কোচবিহার কোতোয়ালি থানায় সিপিআই(এম) নেতা কর্মীরা।

আজও যে লাল ঝান্ডাকে ভয় করে তৃণমূলী দুষ্কৃতীরা, তা আরও একবার প্রমাণ হলো কোচবিহার শহরে। মুখ্যমন্ত্রী কোচবিহারে আসার একদিন আগেই রাতের অন্ধকারে সিপিআই(এম) দপ্তরের সামনে লাগানো ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি পার্টির কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটি দপ্তরের সামনে পতাকা স্তম্ভ, পতাকা উত্তোলনের পাইপ ভেঙে ফেলার অভিযোগ উঠল তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে।

সোমবার পুনরায় লাল পতাকায় সাজিয়ে দেওয়া হল সেই পার্টি দপ্তর। অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিআই(এম) কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটি কর্তৃপক্ষ। এদিন এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআই(এম) কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটি সম্পাদক গৌতম রায়, সিপিআইএম নেত্রী মধুছন্দা সেনগুপ্ত, পার্টি নেতা শুভব্রত সেনগুপ্ত প্রমুখ।
 মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভা কোচবিহার রাসমেলা ময়দানে। এই রাসমেলা মাঠ সংলগ্ন সুনীল সরণীতে অবস্থিত সিপিআই(এম) কোচবিহার শহর দক্ষিণ এরিয়া কমিটির দপ্তর। বেশ কয়েকদিন যাবৎ এই রাস্তার পাশ দিয়ে তৃণমূলের পতাকা, ফেস্টুন লাগানো হচ্ছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে সিপিআই(এম) দলীয় দপ্তরের সামনে লাগানো লাল ঝান্ডা এবং ফেস্টুন কেন ছিঁড়ে ফেলে দেওয়া হলো? তা নিয়ে উঠছে প্রশ্ন।

এই প্রসঙ্গে সিপিআই(এম) নেত্রী মধুছন্দা সেনগুপ্ত বলেন, এই কাজ নিশ্চিত ভাবে তৃণমূলী দুষ্কৃতীদের। কারণ তারা তাদের নেত্রীকে দেখাতে চাইছেন যে কোচবিহার শহরে কোন লাল পতাকা নেই। আসলে সিপিআই(এম)এর বাংলা বাঁচাও যাত্রা দেখে ভয় পেয়েছে তৃণমূলীরা। এভাবে সিপিআই(এম)কে দমিয়ে রাখা যাবে না বলে এদিন হুঁশিয়ারি দেন তিনি।
 

Comments :0

Login to leave a comment