CALCUTTA FOOTBALL LEAGUE

কলকাতা জয়ীর হাতে উঠবে রুপোর ট্রফি

খেলা

Calcutta Football League 2023 cfl 2023 fixture Calcutta football league cfl 2023 schedule Kolkata Football News bengal football Club News

সিএফএল-এ এবার সাত কেজি ওজনের রুপোর ট্রফি। রাজ্য ফুটবল সংস্থা আইএফএ-কে এমনই উপহার দিল জনপ্রিয় খাদ্যপ্রস্তুতকারী সংস্থা সত্যেন্দ্র ফুড প্রোডাক্টস।

কলকাতা লিগের উদ্বোধনে লেজার শো তাক লাগিয়েছিল। আর এবার রুপোর ট্রফি।  

শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন আইএফএ কর্তারা। এই  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যেন্দ্র ফুড প্রোডাক্টসের ডিরেক্টর সিমরান সাহু, ম্যানেজার অর্ণব চক্রবর্তী, আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ-সভাপতি সৌরভ পাল সহ অন্যান্য কর্তারা।

আইএফএ সচিব জানান, “যে কোনও টুর্নামেন্টের পরিচয় বহন করে তার ট্রফি। ডুরান্ড কাপ, আইএফএ শিল্ডের মতো টুর্নামেন্টের ট্রফি তার ঐতিহ্য বহন করে। কিন্তু এতদিন কলকাতা লিগের কোনও রানিং ট্রফি ছিলনা। এই সুদৃশ্য ট্রফিটি তার ঐতিহ্য বহন করবে।”

অন্যদিকে, সত্যেন্দ্র ফুড প্রোডাক্টসের ডিরেক্টর সিমরান সাহু জানান, কলকাতা ফুটবলের উন্মাদনার সঙ্গে তাঁরা পরিচিত। এই আবেগ এবং উন্মাদনার সঙ্গে যুক্ত হতে পেরে তাঁরা গর্বিত।

Comments :0

Login to leave a comment