প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার প্রতিবাদে পথে নেমেছে কংগ্রেস। শনিবার বিধান ভবন থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে তারা। বিজেপি নেতা রাকেশ সিং এর গ্রেপ্তারের দাবিতে এই মিছিল করে কংগ্রেস। ঘটনায় নিন্দার ঝড় রাজনৈতিক মহলে।
শুভঙ্কর সরকার বলেন, "বিধান ভবনে হামলার প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ সংগঠিত হয়েছে। এই সংস্কৃতি কোনও দিন বাংলার মাটিতে ছিল না। বিজেপি আমদানি করছে এসব যে কোনও উপায়ে আমাদের তা রুখতে হবে। বহুত্ববাদী ধারণাই আমাদের সংবিধানের নির্যাস। কংগ্রেস সেই ধারণাকেই লালন করে এসেছে।"
হামলা ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় ২৪ ঘণ্টা। এখনও গ্রেপ্তার করা যায়নি মূল অভিযুক্তকে। মিছিল থেকে তা নিয়েও উঠেছে প্রশ্ন। পুলিশ ও রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন প্রদেশ নেতৃবৃন্দ। শুভঙ্কর আরও বলেন, "আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে গুন্ডা রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কেন এখনও রাকেশ সিংকে গ্রেপ্তার করতে পারেনি। তা প্রশাসনকে জবাব দিতে হবে।"
প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এদিন বলেন যে কংগ্রেস পার্টি গান্ধীর পার্টি গডসের পার্টি নয়। বিজেপির গুন্ডারা আমাদের অফিস আক্রমণ করেছে ঠিকই। কিন্তু রাজ্যের সমস্ত কংগ্রেস কর্মীদের আবেদন করছি যে আপনারা সংযত থাকুন। নেতৃবৃন্দের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন বিক্ষোভ করুন। রাহুল গান্ধী যে ভাবে ভোট চুরি প্রকাশ করে নরেন্দ্র মোদীর মুখোশ উন্মোচন করে দিয়েছে ফলে জৈনৈতিক ভাবে লড়াই করতে না পেরে তারা গুন্ডা দিয়ে আক্রমণ করছে।
শুক্রবার দুপুর ১২ টা নাগাদ কলকাতার মৌলালির প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে এসে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ ছিল বিহারে ভোটাধিকার যাত্রা থেকে এক কংগ্রেস কর্মী প্রধানমন্ত্রীকে নাম কুরুচিকর মন্তব্য করে। অভিযোগে প্রদেশ কংগ্রেস অফিসে প্রতিবাদে হামলা করে রাকেশ সিং সহ বিজেপি কর্মীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লাগায় দুষ্কৃতীরা।
CONGRESS RALLY
প্রদেশ দপ্তরে হামলার প্রতিবাদে মিছিল কংগ্রেসের

×
Comments :0