RAHUL CONGRESS CLARIFICATION

ব্রেক কষতে গিয়ে ভেঙেছে কাচ, রাহুল প্রসঙ্গে বলছে কংগ্রেস

জাতীয়

ছবি সংগ্রহ থেকে।

ঢিল নয়, এক মহিলাকে বাঁচাতে গিয়ে ভেঙেছে গাড়ির কাচ। 

মালদায় রাহুল গান্ধীর গাড়ির কাচ ভাঙা প্রসঙ্গে এই ব্যাখ্যা দিয়েছে কংগ্রেস। সোশাল মিডিয়ায় কংগ্রেসের হ্যান্ডেল থেকে পোস্টের শিরোনাম, ‘ভুল খবরের স্পষ্টীকরণ’। কংগ্রেস এই পোস্টে লিখেছে যে মালদায় রাহুল গান্ধীর নেতৃত্বে কর্মসূচিতে বিশাল জনসমাগম হয়। তাঁর গাড়ির সামনে আচমকাই এক মহিলা পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে জোরালো ব্রেক কষতে হয় চালককে। অভিঘাত এতটাই ছিল যে বিশেষ সুরক্ষার জন্য কাচ ভেঙে পড়ে। 

কংগ্রেসের আরও বক্তব্য, জনতার সঙ্গে অন্যায়ের বিরুদ্ধেই লড়ছেন রাহুল গান্ধী। জনতা তাঁর পাশে রয়েছে। জনতাই তাঁকে সুরক্ষা দিচ্ছে। 

এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী যদিও ঢিল ছুঁড়ে কাচ ভাঙার অভিযোগ তোলেন। কংগ্রেসের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ গত ২৫ জানুয়ারি রাজ্যে ঢোকার পর থেকে নানা হেনস্তা, পোস্টার ফেস্টুন ছেঁড়ার অভিযোগ বারবারই তুলছে কংগ্রেস। তৃণমূল সরকারের বাধাদানের প্রতিবাদ জানিয়েছেন অধীর চৌধুরী একাধিকবার। 

Comments :0

Login to leave a comment