DA Supreme Court

কাল ফের শুনানি, দেরি করলে ৫০% ডিএ জমার পক্ষে সুপ্রিম কোর্ট

রাজ্য

কর্মচারীদের প্রাপ্য মহার্ঘভাতার কমপক্ষে ৫০ শতাংশ টাকা জমা দেওয়ার জন্য মৌখিক মত দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। দীর্ঘদিন ধরে দেশের শীর্ষ আদালতে এ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ মামলার তাৎপর্যপূর্ণ মন্তব্য বলে মনে করছেন আইনজীবী মহল। বুধবার দুপুর দু’টোয় ডিএ মামলা শুনানির জন্য সময় নির্দিষ্ট ছিল। কিন্তু বিচারপতিদ্বয় এদিন নির্ধারিত সময়ের সাত-আট মিনিট আগেই মামলাটি শুনতে চান। কিন্তু এই সময় সরকার পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে ছিলেন না। ফলে সরকার পক্ষের অন্য আইনজীবী মামলার জন্য আবার আলাদ দিন চান। কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ সংগঠনের আইনজীবী বিকাশ ভট্টাচার্য আদালতে বলেন, কর্মচারীদের ন্যায্য অধিকারের সুযোগ থেকে দীর্ঘদিন বঞ্চিত। ফলে কালক্ষেপ না করে দ্রুত মামলার শুনানির প্রয়োজন। এই সময়ই বিচারপতি জানান, সরকার পক্ষ যদি বারবার সময় চায়, তাহলে কর্মচারীদের মহার্ঘভাতার ৫০ শতাংশ টাকা জমা দেওয়ার ব্যবস্থা করুক। শেষ পর্যন্ত আগামী শুক্রবার ডিএ মামলা শুনানির জন্য ধার্য হয়েছে। বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, এরপর আর কোনোভাবেই কালক্ষেপ করা হবে না। ফলে আইনজীবী মহল ও মামলাকারী কর্মচারী সংগঠন মনে করছে, শুক্রবার মামলার শুনানি হতে চলেছে। কনফেডারেশন অব স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ’এর পক্ষে মামলা লড়ছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য, ফিরদৌস শামিম ও রউফ রোম।
 

Comments :0

Login to leave a comment