Elephant Attack

ফের হাতির হানায় মৃত্যু ডুয়ার্সে

জেলা

ডুয়ার্সের লোকালয়ে হাতির তাণ্ডব যেন থামছেই না। গত রবিবার রাতের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের নিউ খুনিয়া বস্তি এলাকায়। মৃতের নাম শম্ভু মঙ্গর(৫০)।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নিজের গরু বাড়ি না ফেরায় শুক্রবার সকালে শম্ভু মঙ্গর সংলগ্ন জমিতে গরুর খোঁজে বেরিয়েছিলেন। সেই সময় ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা একটি হাতির সামনে এসে পড়েন তিনি। অভিযোগ, হাতিটি তাঁকে শুঁড় দিয়ে শূন্যে তুলে সজোরে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ, খুনিয়া স্কোয়াড এবং চালসার রেঞ্জের বন কর্মীরা। বন দপ্তর ও পুলিশের উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই, গত রবিবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের পানঝোড়া বস্তিতে হাতির হামলায় মৃত্যু হয়েছিল আরও একজনের। বারংবার হাতির আক্রমণে প্রাণহানির ঘটনায় বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment