Delhi Madrasi Camp

উচ্ছেদের প্রতিবাদ করায় হামলা দিল্লি পুলিশের, আটক সিপিআই(এম) নেতৃবৃন্দ

জাতীয়

দিল্লি সচিবালয়ের সামনে থেকে প্রতিবাদের টেনে সরাচ্ছে দিল্লি পুলিশ।

উচ্ছেদের প্রতিবাদ জানানোয় শান্তিপূর্ণ জমায়েতে আক্রমণ চালালো দিল্লি পুলিশ। মাদ্রাসী ক্যাম্পের বিপন্ন বাসিন্দাদের ওপর বলপ্রয়োগ করা হয়েছে। আটক করা হয়েছে প্রতিবাদে শামিল সিপিআই(এম) নেতাদেরও।
দিল্লির জঙ্গপুরায় মাদ্রাসী ক্যাম্পে উচ্ছেদে নেমেছে দিল্লি ডেভেলপমেনন্ট অথরিটি। বাসিন্দাদের সরে গিয়ে শহরের থেকে দূরে নরেলাব চলে যেতে বলা হয়েছে। অথচ, দিল্লি বিধানসভা ভোটে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গড়লে মাদ্রাসী ক্যাম্পের বাসিন্দাদের এই জায়গাতেই আবাসন করে দেওয়া হবে। সরকার গড়লেও পুরো উলটো ভূমিকা নিয়েছে বিজেপি। 
মাদ্রাসী ক্যাম্পের প্রায় একশো বাসিন্দা এদিন রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন। দিল্লি সচবিলায়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
সিপিআই(এম) দিল্লি রাজ্য কমিটির নেতৃবৃন্দ জানাচ্ছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। প্রতিবাদীদের টেনে হিঁচড়ে নিয়ে যায়। এমনকি শিশু, বৃদ্ধ ও নারীদের ওপরও চলেছে বলপ্রয়োগ। 
পুলিশ আটক করেছে প্রতিবাদে শামিল সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য কে কারুমাল্যন, দিল্লি রাজ্য সম্পাদক অনুরাগ সাক্সেনাকে। 
সিপিআই(এম) বলেছে, শ্রমজীবী মানুষের ওপর প্রতিদিন আক্রোশ দেখাচ্ছে বিজেপি। দমন চালিয়ে প্রতিবাদ থামানো যাবে না।

Comments :0

Login to leave a comment