Rayganj 'Abhaya Clinic'

রায়গঞ্জ থেকে গ্রামে গিয়ে সংহতির ‘অভয়া ক্লিনিক’

জেলা

রায়পুরে 'অভয়া ক্লিনিক'- এ স্থানীয়রা। ছবি: বিশ্বনাথ সিংহ

গ্রামে গিয়ে অভয়া ক্লিনিকের আয়োজন করছেন রায়গঞ্জের ডাক্তাররা। পাশে আছে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার রায়গঞ্জ শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে রায়পুর গ্রামে গিয়ে ‘অভয়া ক্লিনিক’ করে কয়েকশো গ্রাম বাসীকে চিকিৎসা পরিষেবা সঙ্গে যাবতীয় ওষুধ বিনামূল্যে দিলেন চিকিৎসকরা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিবাদী সম্মিলিত মঞ্চের সদস্যরা। 
অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। সংহতি জানাতে পুজোর প্রথম দিনে গ্রামে চিকিৎসা পরিসেবা পৌঁছে দিতে ছুটলেন চিকিৎসকর।   ছিলেন ডা: বিদ্যুৎ গাঙ্গুলি,  ডা: সুদেব সাহা, ডা: অশোক দত্ত, ডা: এস পি দাস, ডা: দিশা চক্রবর্তী  সহ আরও অনেকে। 
গ্রামের বাসিন্দা প্রণব চৌধুরী জানান, রোগীদের দেখার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা  হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বেশ ভিড় ছিল।  প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জির বক্তব্য, ‘অভয়ার ন্যায় বিচারের দাবি বাংলার প্রান্তিক এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্লিনিক।’ 
রায়গঞ্জের সমাজকর্মী অনিরুদ্ধ সিনহা বলেন, “তিন মাস কেটে গেল সরকারের কোন হেলদোল নেই।  জুনিয়ার ডাক্তারদের আন্দোলনের ঝাঁঝ বাড়ছেই।”

Comments :0

Login to leave a comment