ডোমিনিকান সাধারণতন্ত্রে নাইটক্লাবের ছাদ ধসে কমপক্ষে ১২৪ জনের মৃত্যু। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ডোমিনিকান সাধারণতন্ত্রের একটি জনপ্রিয় নাইটক্লাবের ছাদ খসে যায়। সেই সময় সেখানে জেট সেট নৈশ ক্লাবে তখন সঙ্গীত শিল্পী, পেশাদার ক্রীড়াবিদ, সরকারি আধিকারিক, দর্শক সহ অন্য বিশিষ্টরা হাজির ছিলেন। ঘটনায় ২২৫ জন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন বিশিষ্টরাও। যেই সময় ছাদ ধসে যায় সেই সময় দর্শকরা মেরেঙ্গু গানের তালে আপ্লুত। হঠাৎ সান্তো দোমিঙ্গোর ঐতিহ্যবাহী ক্লাবটির ছাদ থেকে খসে পড়তে শুরু করে পলেস্তরা। অনেক দর্শকের পান পাত্রেও ঝরে ঝরে পড়তে থাকল ছাদ থেকে পড়তে থাকা ধুলো। মিনিট খানেকের মধ্যেই এর পর ধসে পড়ল গোটা ছাদই। ছাদ ভাঙা কংক্রিটের চাঙড় চাপা পড়ে প্রাণ হারালেন ১২৪ জনের ওপর। ধ্বংসস্তূপের মাঝে আটকে পড়লেন বহু আমন্ত্রিত।
মঙ্গলবার ভোররাতে ডোমিনিকান সাধারণতন্ত্রের নৈশ ক্লাবে ছাদ ধসে পড়ার ঘটনায় আহত ২৫৫ জনের বেশি। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। সরকারিভাবে জানানো হয়েছে, দুর্ঘটনায় নিহতদের তালিকায় রয়েছেন জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজ। ছাদ ভেঙে পড়ার সময় কনসার্টে গান গাইছিলেন তিনি। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন আধিকারিকরা। এছাড়াও ভয়াবহ বিপর্যয়ে একাধিক ক্রীড়াবিদ ও সরকারি আমলাদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সান্তো দোমিঙ্গোতে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান, এমার্জেন্সি অপারেশনস ডিরেক্টর জুয়ান ম্যানুয়েল মোন্ডেজ। পুলিশের অনুমান, ছাদ ভেঙে পড়ার সময় ক্লাবে ৫০০-১,০০০ জনের মতো দর্শক ছিলেন।
Comments :0