Dominique Lapierre

প্রয়াত ডমিনিক ল্যাপিয়ের

জাতীয় আন্তর্জাতিক

প্রয়াত হয়েছেন প্রখ্যাত ফরাসি লেখক এবং পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre)। বার্ধক্যজনিত কারণে তিনি ভুগ ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। ডমিনিক ল্যাপিয়ের ভারতের প্রতি বিশেষ অনুরাগ ছিল। তাঁর ভারতকে নিয়ে লেখা ‘‘ফ্রিডম অ্যাট মিডনাইট’’ এবং ‘‘সিটি অফ জয়’’ দুটি অন্যতম বিখ্যাত বই।

‘‘ফ্রিডম অ্যাট মিডনাইট’’ বিটিথে তিনি ভারতের স্বাধীনতার আশেপাশের ঘটনাগুলি উল্লেখ করেছেন। মাউন্টব্যাটেনকে ভাইসরয় হিসাবে নিয়োগ থেকে মহাত্মা গান্ধীর হত্যা সবের উল্লেখ তিনি করেছেন।

১৯৮৫ সালে ‘‘সিটি অফ জয়’’ বইতে কলকাতার একজন রিকশাচালকের জীবন সংগ্রামের কথা তিনি তুলে ধরেন। 

ল্যাপিয়ের সিটি অফ জয় বই থেকে পাওয়া রয়্যালটির একটা বড় অংশ দান করেন সেবামূলক কাজের জন্য। 

বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারিরীক সমস্যায় তিনি ভুগছিলেন। ল্যাপিয়ের স্ত্রী ডোমিনিক কনচন তাঁর মৃত্যু সংবাদটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। 

Comments :0

Login to leave a comment